• ঢাকা
  • |
  • শুক্রবার ১২ই বৈশাখ ১৪৩২ রাত ১১:৪৮:২৫ (25-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ১২ই বৈশাখ ১৪৩২ রাত ১১:৪৮:২৫ (25-Apr-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

ইবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৯৬ শতাংশ

২৫ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৭:০৩:১১

ইবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৯৬ শতাংশ

ইবি প্রতিনিধি: ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। এতে উপস্থিতির হার ছিল ৯৬.১৮ শতাংশ। সকাল থেকেই পরীক্ষার্থীদের আগমনে প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।

২৫ এপ্রিল শুক্রবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের দুটি অ্যাকাডেমিক ভবনে ঘণ্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও অধ্যাপক ড. শেলীনা নাসরিন এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ৩১০ শিক্ষার্থীর আসন ছিল।  এরমধ্যে ১ হাজার ২ শত ৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। মাত্র ৫০ জন অনুপস্থিত ছিলেন।

পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক সহ প্রশাসনের সদস্যরা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

সার্বিক বিষয়ে উপাচার্য ড. নকীব নসরুল্লাহ বলেন, স্বাভাবিকভাবে একটু গরম থাকলেও শিক্ষার্থীরা মোটামুটি ভালো পরিবেশেই পরীক্ষা দিচ্ছে। প্রায় শতভাগ উপস্থিতি দেখা গেছে, অনুপস্থিতি খুবই কম। প্রশ্নপত্রও শিক্ষার্থীদের কমন পড়েছে৷ পর্যাপ্ত ইনভিজিলেটর রয়েছেন। এখন পর্যন্ত কোন অভিযোগ বা কোন অসংগতি চোখে পড়েনি, সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে।

পরীক্ষার্থীদের সুশৃঙ্খল প্রবেশ ও পরীক্ষা কার্যক্রম নির্বিঘ্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি বিভিন্ন ছাত্রসংগঠন ও ক্লাবের সদস্যরা স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করেন।

বিশ্ববিদ্যালয়ের একাধিক পয়েন্টে নিরাপত্তাকর্মীদের উপস্থিতি নিশ্চিত করা হয়। এছাড়া আগত পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের সহযোগিতায় ক্যাম্পাসজুড়ে তথ্যসেবা কেন্দ্র, ওষুধ পানির ব্যবস্থা রাখা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



পাকিস্তানের পদক্ষেপে বিপদে ভারত
২৫ এপ্রিল ২০২৫ রাত ০৮:১৩:৫৪

সারাদেশে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১৬৪২
২৫ এপ্রিল ২০২৫ রাত ০৮:০৪:১০

রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
২৫ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৭:৩৬:৪৮