• ঢাকা
  • |
  • রবিবার ১৪ই বৈশাখ ১৪৩২ রাত ০৯:০৫:৪৫ (27-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১৪ই বৈশাখ ১৪৩২ রাত ০৯:০৫:৪৫ (27-Apr-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ইউআইইউ’র ভিসিসহ ১১ কর্মকর্তার পদত্যাগ

২৭ এপ্রিল ২০২৫ সকাল ০৯:২১:৩৬

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ইউআইইউ’র ভিসিসহ ১১ কর্মকর্তার পদত্যাগ

ক্যাম্পাস প্রতিনিধি: বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) উপাচার্য (ভিসি) আবুল কাসেম মিয়া পদত্যাগ করেছেন। একইসঙ্গে পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ আরও দশজন।

২৬ এপ্রিল শনিবার শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যানের কাছে পদত্যাগপত্র জমা দেন ভিসি আবুল কাসেম মিয়া।

উপাচার্য ছাড়াও বিশ্ববিদ্যালয়ের আরও দশজন শিক্ষক একইসঙ্গে পদত্যাগ করেছেন। পদত্যাগ করা বাকি দশজন শিক্ষক তাদের পদত্যাগপত্রে উল্লেখ করেছেন, শিক্ষার্থীদের দাবির মুখে তারা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

আন্দোলনের সূচনার বিষয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয়টির সিএসই বিভাগের এক শিক্ষার্থীর বাবা মৃত্যুবরণ করায় তিনি নির্ধারিত সময়ে মিডটার্ম পরীক্ষা দিতে পারেননি। পরবর্তীতে বিষয়টি লিখিতভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হলে, কর্তৃপক্ষ তার কাছ থেকে বাবার মৃত্যুর সনদপত্র জমা দিতে বলেন। শিক্ষার্থী নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী মৃত্যুসনদ জমা দিলেও পুনরায় পরীক্ষায় অংশগ্রহণের জন্য তাকে অতিরিক্ত ফি পরিশোধের কথা জানানো হয়।  

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওই শিক্ষার্থী ফেসবুকে একটি পোস্ট দেন। পোস্টটি শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং শনিবার বিশ্ববিদ্যালয় খোলার পরপরই ক্যাম্পাসজুড়ে বিক্ষোভ শুরু হয়।

যদিও শিক্ষার্থীরা বলছেন, এটি মূলত সারা বছর ধরে জমে থাকা অসন্তোষ ও নানা অভিযোগের প্রতিফলন। দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা অ্যাকাডেমিক অনিয়ম, প্রশাসনিক অব্যবস্থা এবং অসন্তোষজনক ব্যবস্থাপনার বিরুদ্ধে ক্ষুব্ধ ছিলেন। বাবার মৃত্যুর ঘটনার মাধ্যমে সেই ক্ষোভ বড় পরিসরে প্রকাশ পেয়েছে মাত্র।  

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আরাকানে মুসলিম রাজ্য চাইল জামায়াত
২৭ এপ্রিল ২০২৫ রাত ০৮:৫৫:২৯


২৬ দিনে রেমিট্যান্স এলো ২৮ হাজার কোটি টাকা
২৭ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৭:৫৯:২৩


বিয়ের জন্য ছেলে খুঁজে পাচ্ছেন না মিলা
২৭ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৭:১৯:৩৩

তালায় গরু বোঝাই আলমসাধু উল্টে নিহত ১
২৭ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৭:০৬:৫৭

আওয়ামী লীগের সাবেক এমপি মো. জাফর আলম গ্রেফতার
২৭ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:২৪:১১

এসআই নিয়োগের ফল প্রকাশ, ৫৯৯ জনকে সুপারিশ
২৭ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:১৮:২৫