খুলনা ব্যুরো: ৬ দফা দাবিতে খুলনার সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা লাগিয়ে বিক্ষোভ ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ ২৭ এপ্রিল রোববার সকাল সাড়ে ১০টায় আন্দোলনকারীরা এ কর্মসূচি পালন করেন।
রোববার সকাল ১০টায় খালিশপুরস্থ গাবতলা মোড়ে সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের প্রশাসনিক ভবনের সামনে সমবেত হন শিক্ষার্থীরা। পরে বিক্ষোভ করে প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা লাগিয়ে দেন। বেসরকারি পলিটেকনিকের শিক্ষার্থীরাও কর্মসূচিতে যোগ দেন।
এসময় আন্দোলনকারীরা এক সমাবেশের আয়োজন করে। সমাবেশে বক্তব্য রাখেন আকাশ শিকদার, সাজিদ হাসান, তাহমিদ, মাশরাফি ও তানভীর হোসেন।
শিক্ষার্থীরা বলেন, জুনিয়র ইন্সট্র্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্টের মাধ্যমে বাতিল করতে হবে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তির সুবিধা বাতিল করতে হবে। উপ-সহকারী পাসকৃতদের সংরক্ষিত পদের বিপরীতে নিয়োগসহ ছয় দফার সকল দাবি মেনে নেয়ার আহবান জানান তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available