ঢাবি প্রতিনিধি: ছাত্রছাত্রীদের জন্য নির্যাতনমুক্ত নিরাপদ ক্যাম্পাস গড়ার প্রত্যয় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা ‘সোচ্চার-টর্চার ওয়াচডগ বাংলাদেশ’ এর অ্যাফিলিয়েটেড স্টুডেন্ট ক্লাব ‘সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্ক’।
২৬ এপ্রিল শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় ভার্চুয়াল প্ল্যাটফর্ম জুমে কমিটি গঠন প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়।
সোচ্চার সেক্রেটারি ড. মাহফুজুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে সোচ্চার ও সোচ্চার স্টুডেন্ট নেটওয়ার্কের লক্ষ্য উদ্দেশ্য, কার্যক্রম ও পরিকল্পনা তুলে ধরেন সোচ্চারের প্রেসিডেন্ট ড. শিব্বির আহমদ।
আরও উপস্থিত ছিলেন সোচ্চার আউটরিচ ডিরেক্টর রাহনুমা সিদ্দিকা, প্রজেক্ট ম্যানেজার সুমাইয়া তামান্না, সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্কের ববি, রাবি, কুবি, চবি, মাওলানা ভাসানী, শাবিপ্রবি, ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের সংগঠকরা।
উল্লেখ্য, ক্যাম্পাস-কেন্দ্রিক মানবাধিকার অ্যাক্টিভিজম, ক্যাম্পাস নির্যাতন ডকুমেন্টেশন, নিরাপদ ক্যাম্পাস গড়তে অ্যাডভোকেসি করা, ও তরুণ মানবাধিকার অ্যাক্টিভিস্ট তৈরির লক্ষ্যে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংগঠন সোচ্চার-টর্চার ওয়াচডগ বাংলাদেশ সকল বিশ্ববিদ্যালয়ে “সোচ্চার স্টুডেন্টস' নেটওয়ার্ক” নামে স্টুডেন্ট ক্লাব গঠন করছে। ইতোপূর্বে বরিশাল, রাজশাহী, শাবিপ্রবি, কুমিল্লা, চট্টগ্রাম, মাওলানা ভাসানী ও ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্লাবটি গঠন করা হয়েছে।
অনুষ্ঠানে সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আনাস বিন মুনির সভাপতি, তড়িৎ ও বৈদ্যুতিন প্রকৌশল বিভাগের সাদ উদ্দিন নোমান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মোহাম্মদ শাহিনুর রহমান, সমাজবিজ্ঞান বিভাগের মোহাম্মদ সুলতান মাহমুদকে সহ-সভাপতি, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রত্ন পৃথু বিশ্বাস সাধারণ সম্পাদক, এবং অর্থনীতি বিভাগের মো: আসাদুল্লাহ আল মুনিব অর্গানাইজিং সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন।
অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যরা ও অন্যান্য সদস্যরা শুভেচ্ছা বক্তব্য রাখেন। সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার জন্য তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available