ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্স ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায়ী র্যালি অনুষ্ঠিত হয়েছে।
২৯ এপ্রিল মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় এসে একই স্থানে মিলিত হয়। র্যালিটি বিভাগের বিদায়ী শিক্ষার্থীদের সম্মিলিত আয়োজনে অনুষ্ঠিত হয়।
বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. রহিম উল্যাহর সভাপতিত্বে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আব্দুর রহমান আনওয়ারী, অধ্যাপক ড. মাসউদ আল মাহদী, অধ্যাপক ড. গোলাম মাওলা ও অধ্যাপক ড. কামরুজ্জামান। এছাড়াও অর্ধ শতাধিক শিক্ষার্থী ও উপস্থিত ছিলেন।
জানা যায়, আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ খেতাব নিয়ে তারা বিদায় নিচ্ছেন। এছাড়াও ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ অঙ্গনে অবদান রেখেছেন তারা। ক্যাম্পাস লাইফকে স্মরণীয় করে রাখতে বিদায়ী দিনে আনন্দ র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান, আবেঘন অনুভূতি ও ক্রেস্ট বিতরণীর আয়োজন করেন তারা।
বিদায়ী শিক্ষার্থী নুর জাহান বলেন, বিদায় আমাদের জন্য কষ্টের তারপরেও আমরা যে অশ্লীল, বেহায়াপনা, র্যাগ ডে নামক অপসংস্কৃতি থেকে বাহিরে এসে র্যালী এর মাধ্যমে আমাদের বিদায় অনুষ্ঠান শুরু করতে পেরেছি তার জন্য খুবই আনন্দিত। ২০১৯ সালে নবীনবরণের মাধ্যমে আমাদের এই বিভাগের সাথে পথচলা শুরু হয়। আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের এই পথচলা শেষ হয়েছে। আজকে আমরা সুন্দরভাবে পড়াশোনা শেষ করতে পেরেছি। তার জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি।
বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. রহিম উল্লাহ স্যার বলেন, আমরা বিদায়ী শিক্ষার্থীদের সাথে সফলভাবে র্যালি শেষ করতে পেরেছি এবং তাদের সাথে আজকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন রয়েছে। আল্লাহর শুকরিয়া, সবাই সুস্থ ও সুন্দরভাবে শিক্ষাজীবন শেষ করতে পেরেছে। সংক্ষেপে বলতে চাই আমরা সবাই সবার জন্য দোয়া করবো।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available