পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) পবিপ্রবি বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ উপলক্ষে উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৯ আগস্ট মঙ্গলবার বিকাল ৩টায় পবিপ্রবির বাবুগঞ্জস্থ ক্যাম্পাসে এএনএসভিএম অনুষদের অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পবিপ্রবি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি প্রফেসর মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. সন্তোষ কুমার বসুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ ঢাকা মহানগরের সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ পবিপ্রবির সহ-সভাপতি প্রফেসর ড. মিল্টন তালুকদার, ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর এবিএম মাহবুব মোর্শেদ খান, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হল প্রভোস্ট প্রফেসর ড. মো. এনামুল হক কায়েস, সহযোগী অধ্যাপক ড. শাহিন হোসেন, মো. ইয়াসিন আরাফাত, পবিপ্রবি শাখা ছাত্রলীগের সহ-সভাপতি তানভীর আহমেদ, পবিপ্রবি বঙ্গবন্ধু পরিষদের সদস্যবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, পবিপ্রবি ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা ১৫ আগস্টে বঙ্গবন্ধুসহ সকল শাহাদাত বরণকারী এবং ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা করেন। এছাড়াও স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available