নিজস্ব প্রতিবেদক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ক্যাম্পাসে নিজস্ব সেবা কেন্দ্র চালু করেছে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)।
৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার ডিআইইউ’র শিক্ষার্থীদের মধ্য থেকে নতুন উদ্যোক্তা খুঁজে পাওয়া ও তাদের মাধ্যমে দেশের ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প খাতে একটি নতুন ধারা সৃষ্টির লক্ষ্য এ কেন্দ্র চালু করা হয়।
যৌথভাবে শিল্প সহায়তা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিআইইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান ও বিসিকের চেয়ারম্যান মুহ. মাহবুবুর রহমান।
এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআইইউর উপাচার্য অধ্যাপক ড. এম. লুৎফররহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডিআইইউর ব্যবসায় ও উদ্যোক্তা বৃত্তি অনুষদের ডীন অধ্যাপক ড. মাসুম ইকবাল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিআইইউর ইন্ডাস্ট্রিয়াল ইনোভেশন সেন্টারের প্রকল্প পরিচালক আবু তাহের খান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available