• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই বৈশাখ ১৪৩১ দুপুর ০২:৫৪:০৭ (19-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই বৈশাখ ১৪৩১ দুপুর ০২:৫৪:০৭ (19-Apr-2024)
  • - ৩৩° সে:

বোতলের সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৪ টাকা

নিজস্ব প্রতিবেদক: বোতলের সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বাড়ানো হয়েছে। তবে প্রতি লিটারে দুই টাকা কমিয়ে খোলা সয়াবিন তেলের দাম ১৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ এপ্রিল বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, গত ১৫ এপ্রিল থেকে ভোজ্যতেলের দাম সমন্বয় করার কথা ছিল। তাই এনবিআর রোজার শুরুতে যে ট্যাক্স কমিয়েছিল সেটা এখন সমন্বয় করছে।তিনি বলেন, এনবিআরের সঙ্গে কিছুটা সমন্বয়ের অভাবেই গত দুই দিন তেলের দাম নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। আগামীতে আর এমন হবে না।আহসানুল ইসলাম টিটু বলেন, খোলা সয়াবিনের দাম ২ টাকা কমিয়ে ১৪৭ টাকা এবং বোতলজাত সয়াবিন তেলের দাম ৪ টাকা বাড়িয়ে ১৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে।এছাড়া ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ৮১৮ টাকা নির্ধারণ করা হয়েছে। যা এর আগে ৮০০ টাকা ছিল। পাম ওয়েলের সর্বোচ্চ খুচরা মূল্য ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।