• ঢাকা
  • |
  • শনিবার ১৫ই চৈত্র ১৪৩১ সকাল ০৮:১২:৫৫ (29-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১৫ই চৈত্র ১৪৩১ সকাল ০৮:১২:৫৫ (29-Mar-2025)
  • - ৩৩° সে:

ইবিএফসিআইয়ের পরিচালক হলেন শিল্প উদ্যোক্তা সালাউদ্দিন-মাকসুদা দম্পতি

নিজস্ব প্রতিবেদক: ইউরোপ-বাংলাদেশ ফেডারেশন অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র পরিচালক হয়েছেন শিল্প উদ্যোক্তা সালাউদ্দিন চৌধুরী এবং তার সহধর্মিণী মাকসুদা চৌধুরী মিশা।সম্প্রতি যুক্তরাজ্য থেকে সংগঠনটির সভাপতি ও যুক্তরাজ্যের প্রথম স্কটল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের অনারারি কনস্যুলেট জেনারেল ড. ওয়ালি তসর উদ্দিন স্বাক্ষরিত চিঠিতে বিসয়টি নিশ্চিত করা হয়েছে।শিল্প উদ্যোক্তা সালাউদ্দিন চৌধুরী একাধারে এসি শিল্প গ্রুপ ও স্টাইলিশ গার্মেন্টস লিমিটেডের চেয়ারম্যান এবং ডিবিসি চ্যানেলের পরিচালক, বাংলাদেশ-ফিলিপাইন চেম্বারের পরিচালক, বিজিএমইএ ও আন্তর্জাতিক এপারেল ফেডারেশনের সদস্য।অপরদিকে তার সহধর্মিণী স্টাইলিশ গার্মেন্টস লিমিটেডের এমডি, এসি শিল্প গ্রুপের পরিচালক ও বাংলাদেশ-ফিলিপাইন চেম্বারের পরিচালক।সালাউদ্দিন চৌধুরী ও তার সহধর্মিণী দেশের আর্থ সামাজিক উন্নয়নে বিভিন্ন সেক্টরে সরকারী, বেসরকারী ও আন্তর্জাতিক সংস্থার সাথে সুনামের সঙ্গে কাজ করছেন। ইবিএফসিআইয়ের পরিচালক নিযুক্ত হওয়ার পরে ইউরোপে বাংলাদেশের রপ্তানি বৃদ্ধিসহ দু'দেশের বাণিজ্য সম্পর্ক উন্নয়নে কাজ করবে বলে জানান তারা।