জবিতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত
জবি প্রতিনিধি: ‘মানসিক স্বাস্থ্য সাবর্বজনীন মানবাধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। ১০ অক্টোবর মঙ্গলবার মনোবিজ্ঞান বিভাগের আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।এ উপলক্ষে সকালে মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা একটি র্যালি বের করে। পাশাপাশি ক্যাম্পাসে তিনটি স্টল করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ক্যাম্পেইন করা হচ্ছে।এ বিষয়ে মনোবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর অধ্যাপক ড. নূর মোহাম্মদ বলেন, ‘প্রতি বছরের মতো এবছরেও ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হচ্ছে। আজকের এই ক্যাম্পেইন আর কর্মসূচির মাধ্যমে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী সকলের মানসিক স্বাস্থ্য সেবা নিশ্চিতের চেষ্টা করছি। আর সকলকে আহ্বান করছি, কেউ যদি মনে করে তার কাউন্সিলিংয়ের প্রয়োজন, তাহলে তারা যেন এখানে ফরম ফিলআপ করে আমাদের থেকে সেবা গ্রহণ করে।’