• ঢাকা
  • |
  • শনিবার ৭ই বৈশাখ ১৪৩১ সকাল ১১:১৫:৫৯ (20-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৭ই বৈশাখ ১৪৩১ সকাল ১১:১৫:৫৯ (20-Apr-2024)
  • - ৩৩° সে:

পুনঃখনন হচ্ছে নড়াইলের কানাবিল খাল

নড়াইল প্রতিনিধি: নড়াইল সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের কানাবিল খাল মাইক্রো ওয়াটারসেড পুনঃখনন কাজের উদ্বোধন হয়েছে।  সফল ফর ইন্টিগ্রেটেডে ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্টের আওতায় ২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে নড়াইল সদরের মুলিয়া ইউনিয়নের বড়েন্দার এলাকায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুলিয়া ইউপি চেয়াম্যান রবীন্দ্রনাথ অধিকারী। প্রধান অতিথি হিসেবে কানাবিল খাল মাইক্রো ওয়াটারসেড পুনঃখনন কাজের উদ্বোধন করেন নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার।  এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এনামুল হক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা বুলু রাণী বিশ্বাস, স্থানীয় ইউপি সদস্য নীলকান্ত মোহন্ত, কানাবিল খাল কমিটি’র সভাপতি টিকেন বিশ্বাস। আরও উপস্থিত ছিলেন সলিডারড নেটওয়ার্ক এশিয়া যশোর’র  সিএসএ এন্ড রিজেন কৃষিবিদ ড. নাজমুন নাহার, পিও-সিএসএ এন্ড রিজেন কৃষিবিদ মো. রায়হানুল ইসলাম চৌধুরী, জাগরণী চক্র ফাউন্ডেশন, যশোর’র প্রজেক্ট ম্যানেজার কৃষিবিদ মো. রুবেল আলী, ট্রেনিং অফিসার কৃষিবিদ শেখ মো. মনিরুল ইসলাম, নাদিম হোসাইন।প্রকল্পের উদ্বোধন অতিথিরা বলেন, খালটি সংস্কারের ফলে বড়েন্দার, সাতঘরিয়া, কোড়গ্রাম, উজিরপুর, ধোপাখোলার ৩ হাজার ৩শ’ ৭৫ জন প্রত্যক্ষভাবে ও পরোক্ষভাবে আরও প্রায় সাড়ে তিনহাজার উপকারভোগী সুবিধা পাবেন। সংস্কারের ফলে এ খালের পানি কৃষি কাজে ব্যবহারের সুযোগ সৃষ্টি হবে। ফলে ভূগর্ভস্থ পানির উপর চাপ কমবে। ফসল উৎপাদন করতে পানির খরচ কমবে। শুষ্ক মৌসুমে ফসল উৎপাদন করতে যখন পানির সমস্যা হয় তখন এ খালের পানি ব্যবহার করে ফসল উৎপাদন করা যাবে। পাশাপাশি নতুন নতুন উচ্চ ফলনশীল জাতের ফসল চাষ, জলবায়ু সহিষ্ণু কৃষি ও প্রযুক্তির ব্যবহার, মৌসুম ছাড়াও ফসল উৎপাদনসহ অনাবাদি জমিকে চাষের আওতায় নিয়ে আসার মাধ্যমে কৃষির উন্নয়নে ব্যাপক সহায়ক হবে।