• ঢাকা
  • |
  • শনিবার ৬ই বৈশাখ ১৪৩১ রাত ০১:২৮:৩৭ (20-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৬ই বৈশাখ ১৪৩১ রাত ০১:২৮:৩৭ (20-Apr-2024)
  • - ৩৩° সে:

মেধাবী শিক্ষার্থীরাই স্মার্ট বাংলাদেশ গড়বে: স্পিকার

রংপুর ব্যুরো: স্পিকার শিরিন শারমিন চৌধুরী বলেছেন, আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়বে। তারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশকে ডিজিটাল বাংলাদেশে রুপান্তরিত করবে। তাই শিক্ষার্থীদের উপর গুরুত্ব সহকারে নজর রাখতে হবে।১৬ এপ্রিল মঙ্গলবার বিকেলে রংপুরের পীরগঞ্জ উপজেলার রসুলপুর মাহতাবিয়া দ্বিমূখী স্কুল অ্যান্ড কলেজ মাঠে কুমেদপুর ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত কৃর্তি শিক্ষার্থী ও ইউনিয়নের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং মাদকবিরোধী কনসার্টে তিনি এসব কথা বলেন।কুমেদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোবাশ্বের হাসান, জেলা পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি ফেরদৌস আলী চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পীরগঞ্জ পৌর মেয়র তাজিমুল ইসলাম শামিম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনিসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।শিরিন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুনামের সাথে বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে এবং যাচ্ছে। সামনে ৪১ সালে যে লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে, তার মূল উদ্দেশ্য হচ্ছে দেশকে শিক্ষিত জাতিতে পরিণত করা। তবে ইতোমধ্যে বাংলাদেশের অনেক মেধাবী শিক্ষার্থীরা দেশ-বিদেশের মাঠিতে কৃতিত্বের সাথে তাদের সাফল্য অব্যাহত রেখে দেশের মর্যাদা অক্ষুণ্ণ রেখে মাথা উঁচু করে চলেছে। তাই পুরো বিশ্বের কাছে দেশকে শিক্ষিত জাতিতে পরিচয় করে দিতে হলে অবশ্য অবশ্যই আমাদের মেধাবী শিক্ষার্থীদের উপর বেশি বেশি গুরুত্ব দিতে হবে। কারণ মেধাবী ও শিক্ষিত জাতি ছাড়া কখনও উন্নত দেশ গড়া সম্ভব না।তিনি বলেন, দেশে এখন শিক্ষার হার অনেক বেড়েছে। সামনে শিক্ষার মান আরও উচ্চ শিখরে নিয়ে যেতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহবান জানান তিনি।শেষে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনার পর মাদকবিরোধী কনসার্টে অংশ নেন তিনি।