‘দাগি’ সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে ফিরছেন আফরান নিশো
বিনোদন ডেস্ক: ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো ‘সুড়ঙ্গ’ সিনেমায় অভিনয় করে বাজিমাত করেন। অভিষেক সিনেমার পর দুই বছরের বিরতি নেন। ঈদুল ফিতরে ‘দাগি’ সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে ফিরছেন এই তারকা।ঈদের সিনেমা নিয়ে ২৭ মার্চ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে হাতকড়া পরে হাজির হন এই নায়ক। তার সঙ্গে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মূলত, ‘দাগি’ সিনেমার প্রচারের অংশ হিসেবে কয়েদির বেশে হাতকড়া পরে সাংবাদিকদের সামনে হাজির হন নিশো।এর আগে প্রকাশিত হয় ‘দাগি’ সিনেমার টিজার। তাতে উঠে আসে নিশোর জেল জীবন অর্থাৎ ‘দাগি’ আসামির প্রতিচ্ছবি। ১ মিনিট ৭ সেকেন্ড দৈর্ঘ্যের টিজারে অভিনেতাকে পাওয়া যায় তিনটি ভিন্ন লুকে। সিনেমাটিতে তার চরিত্রের নাম নিশান।এসভিএফ ও আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড প্রযোজিত সিনেমাটি নির্মাণ করেছেন শিহাব শাহীন। ‘দাগি’ এই অভিনেতা ও নির্মাতার দ্বিতীয় সিনেমা এটি। এতে আরো অভিনয় করেছেন— চিত্রনায়িকা তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।