বৈসাবি উৎসবের আমেজে ভাসছে খাগড়াছড়ি
খাগড়াছড়ি প্রতিনিধি: কিছুদিন পরেই শুরু হতে যাচ্ছে পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী ‘বৈসাবি’ উৎসব। এ বৈসাবি উৎসবের আমেজে ভাসছে খাগড়াছড়ি জেলা শহর। বৈসাবিকে ঘিরে খাগড়াছড়িতে শুরু হয়েছে ১৬ দিনব্যাপী বৈসুক, বিজু ও সাংগ্রাই (বৈসাবি) মেলা।এ উৎসবকে ঘিরে আগেভাগেই খাগড়াছড়িতে বিজু মেলার আয়োজন করেছে নারী উদ্যোক্তারা। আর এই মেলায় স্থান পেয়েছে পাহাড়িদের পোশাক, তৈজসপত্র, গহনা ও ঐতিহ্যবাহী বাহারি সব খাবারের স্টল। ঐতিহ্যের এসব পণ্য ও বাহারি খাবারের সমারোহ দেখে খুশি মেলায় আগত দর্শনার্থীরা।সামাজিক উৎসব বৈসাবি তথা পাহাড়ে বিজু সাংগ্রাই বৈসুক পালন করা হয় উৎসবের আমেজে। আলাদা নামে হলেও চাকমা, ত্রিপুরা ও মারমা জাতিগোষ্ঠীর মানুষ একযোগে পালন করে এ উৎসব। চাকমা সম্প্রদায়ের বিজু, ত্রিপুরা সম্প্রদায়ের বৈসুক, মারমা সম্প্রদায়ের সাংগ্রাই নামে এ উৎসব পালন করে। তবে বাংলা ভাষাভাষী মানুষ এ উৎসবকে বৈসাবি নামেই চেনে। উৎসবকে ঘিরে নানান আয়োজন শুরু হয়েছে পাহাড়ি গ্রামগুলোতে।বৈসাবী উৎসবের বর্ণিল আয়োজনের অংশ হিসেবে খাগড়াছড়ি সূর্যশিখা ক্লাব প্রাঙ্গণে নারী উদ্যোক্তা নেটওয়ার্ক এর আয়োজনে এবং জাবারাং কল্যাণ সমিতি ও টিএএমএস প্রকল্পের সহযোগিতায় পণ্য ক্রয় ও বিক্রয়ের অংশ হিসেবে ১৬ দিনব্যাপী বিজু সাংগ্রাই বৈসুক মেলার শুরু হয়। মেলায় প্রতিদিন কয়েক হাজার দর্শনার্থীর আগমন ঘটে। আর এই মেলায় অংশ নিয়েছে ৪০টি স্টল এ বিজুমেলা চলবে আগামী ৭ এপ্রিল পর্যন্ত।মেলায় পাহাড়ের ঐতিহ্যবাহী পোশাক, পিঠা-পুলি, গহনা, রাংবাতাংসহ বিভিন্ন ধরনের পণ্যের পসরা নিয়ে বসেছেন উদ্যোক্তারা। এ ছাড়া মেলায় পাহাড়ি জনগোষ্ঠীর আলোকচিত্র ও ঐতিহ্যবাহী বস্ত্র ও হস্ত সামগ্রী প্রদর্শনী হচ্ছে। পাশাপাশি পাহাড়িদের ঐতিহ্যবাহী বাহারি সব খাবারের পসরা সাজিয়ে বসেছেন নারী উদ্যোক্তারা।