• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৫ই বৈশাখ ১৪৩১ দুপুর ০১:০৮:৪৫ (18-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৫ই বৈশাখ ১৪৩১ দুপুর ০১:০৮:৪৫ (18-Apr-2024)
  • - ৩৩° সে:

কুমিল্লার হোমনায় মানসিক প্রতিবন্ধী ছেলের হাতে মা খুন

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার হোমনায় রায়জনের নেছা (৭০) নামের এক গর্ভধারিনী মাকে পিটিয়ে হত্যা করেছে তারই পেটে জন্ম নেয়া মো.আবুল হোসেন (৪৫)।১৭ এপ্রিল বুধবার সকালে উপজেলার নিলখী ইউনিয়নের লালবাগ গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। হোমনা থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘাতক ছেলে মো. আবুল হোসেনকে আটক করেছে।নিহত রায়জনের নেছা উপজেলার নিলখী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের লালবাগ গ্রামের মৃত মো. চাঁন মিয়ার স্ত্রী।স্থানীয় অটো চালক মো. সফিক মিয়া জানান, ঘাতক আবুল হোসেন সৌদি আরব থেকে জেল খেটে বাড়িতে এসে মানসিক প্রতিবন্ধী হয়ে যায়। আবুল হোসেন মানসিক প্রতিবন্ধী হওয়ায় তাঁর স্ত্রী সালমা আক্তার তাকে ডিভোর্স দিয়ে চলে যান। এরপর থেকে মায়ের সাথেই থাকেন আবুল হোসেন।১৬ এপ্রিল মঙ্গলবার রাতে মায়ের সাথে ঝগড়া হয় তার। পরে বুধবার সকালে ঘরের দরজায় তালা দিয়ে বাজারে যায় মো. আবুল হোসেন। বাজার থেকে এসে বাজারের ব্যাগ নিয়ে বাড়ির উঠানে বসে ছিলো সে। এসময় প্রতিবেশী এক নারী জানালা দিয়ে ঘরে উঁকি দিয়ে দেখেন মাটিতে পড়ে রয়েছে তার মায়ের নিথর দেহ। কিন্তু  কখন কে তাকে হত্যা করেছে তা কেউই বলতে পারছে না। স্থানীয়দের ধারণা, মানসিক প্রতিবন্ধী ছেলে মো. আবুল হোসেনই তার মাকে হত্যা করেছে।হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষণিক ছেলে মো. আবুল হোসেনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। এ সময় সে পুলিশকে জানায়, রাতে খাওয়ার পর সে তার মাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেছে। মরদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুমেক হাসপাতালে পাঠানো হয়েছে।