চাঁদপুরের কচুয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যান খাদে, চালক নিহত
কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের কচুয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যান খাদে পড়ে চালক মেহেদী হাসান (২৮) নিহত হয়েছেন।২৮ মার্চ শুক্রবার ভোরে উপজেলার কচুয়া-গৌরিপুর সড়কে সাচার শুয়ারুল তেলের পাম্প সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।নিহত পিকআপ ভ্যান চালক হাজীগঞ্জ পৌরসভা এলাকার আবুল কালামের ছেলে ।কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম জানান, মেহেদী হাসান পিকআপ ভ্যানে করে ফল বোজাই করে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় সে। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।