• ঢাকা
  • |
  • শনিবার ১৫ই চৈত্র ১৪৩১ সকাল ০৮:১২:৫৫ (29-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১৫ই চৈত্র ১৪৩১ সকাল ০৮:১২:৫৫ (29-Mar-2025)
  • - ৩৩° সে:

দুবাইয়ে প্রবাসী রাঙ্গুনীয়া সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইউএই প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রবাসী রাঙ্গুনীয়া সমিতি কেন্দ্রীয় কমিটি দুবাই ও উত্তর আমিরাতের উদ্যোগে মানব জীবনে মাহে রমজানের রোজার গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।২৬ মার্চ বুধবার দুবাই ব্লু সেলসি রেস্টুরেন্ট হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।প্রবাসী রাঙ্গুনিয়া সমিতির সভাপতি মাওলানা ফজলুল কবির চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় গিয়াস উদ্দিন সিকদারের কোরআন তেলাওয়াত ও দিদারুল আজমের নাতে রাসুল পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া দরবারে বেতাগীয়া  আস্তানা শরীফের মোন্তাজেম মাওলানা জিয়াউর রহমান আহমাদুল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিটি নেতা কাজী মুহাম্মদ আলী, প্রবাসী রাঙ্গুনিয়া সমিতির সহ-সভাপতি মুহাম্মদ ওসমান গণি, বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি ইউএই  সভাপতি সিরাজুল হক, প্রবাসী সাংবাদিক সমিতির অর্থ সম্পাদক গিয়াস উদ্দিন সিকদার, সার্ক জার্নালিস্ট ফোরামের সভাপতি সামসুর রহমান সোহেল, প্রবাসী সাংবাদিক সমিতির প্রচার সম্পাদক ওবাইদুল হক মানিক, ব্যবসায়ী মুহাম্মদ এনাম হোসেন, ফখরুদ্দীন মুন্না, শফিউল ইসলাম, মোহাম্মদ খোরশেদ, আব্দুল মোমেন প্রমুখ ।অনুষ্ঠানে বক্তারা প্রবাসী রাঙ্গুনিয়া সমিতির গতিশীল কর্মকাণ্ডে সক্রিয় সহযোগিতার আশ্বাস দেন এবং কমিউনিটির উন্নয়নে সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মানুষের সহযোগিতায় কাজ করে যাবে বলে আশা ব্যক্ত করেন।আলোচনা শেষে ইফতার মাহফিলে মুসলিম উম্মার সুখ শান্তি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।