• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ১২:২৬:১৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ১২:২৬:১৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

সুবিধা বঞ্চিত শিশুদের আনন্দ দিতে শিশুস্বর্গের নানা আয়োজন

স্টাফ রিপোর্টার, পঞ্চগড়: পঞ্চগড় সদর উপজেলার রাজারপাটডাঙ্গা আশ্রয়নের সুবিধা বঞ্চিত শিশুদের আনন্দ দিতে খেলাধুলাসহ নানা আয়োজন করে শিশুস্বর্গ ফাউন্ডেশন।২২ মে বুধবার দিনভর ওই আশ্রয়ন প্রকল্পের মাঠে নদীর তীরে শিশুদের জন্য বিস্কুট দৌড়, ব্যাঙ লাফ, মোরগ লড়াইসহ নানা ধরনের খেলার আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠনটির তরুণরা। বিভিন্ন গ্রুপে খেলায় অংশ নেয় শতাধিক শিক্ষার্থী।এ সময় উচ্ছ্বসিত শিশুদের সাথে আনন্দে মাতেন অভিভাবকরাও। তাদের জন্যেও মিউজিক্যাল বল খেলার আয়োজন করা হয়। খেলা শেষে দুপুরে শিশুদের জন্য খাবারের আয়োজন করে তারা। পরে খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে ব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেয়া হয়।এ সময় আশ্রয়নের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা খাকছার আলম, শিশুস্বর্গ পঞ্চগড়ের মেন্টর মুরাদ হাসান, প্রেসিডেন্ট আফিরুল ইসলামসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।শিশুস্বর্গ পঞ্চগড়ের মেন্টর মুরাদ হাসান বলেন, ‘এই আশ্রয়নের শিশুরা বিভিন্নভাবে বঞ্চিত। আশ্রয়নটির তিনদিকে নদী বেষ্টিত। এখানে কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই। তাই তাদের লেখাপড়ায় উৎসাহ জোগাতে এবং তাদের আনন্দ দিতেই আমরা এই আয়োজন করেছি।’