• ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই বৈশাখ ১৪৩১ সকাল ১১:২৯:০০ (26-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই বৈশাখ ১৪৩১ সকাল ১১:২৯:০০ (26-Apr-2024)
  • - ৩৩° সে:

কুয়াকাটা সৈকত যেন ময়লার ভাগাড়

পটুয়াখালী প্রতিনিধি: সৌন্দর্য্যের লীলাভূমি কুয়াকাটা সমুদ্র সৈকতের যত্রতত্র স্তূপ আছে ময়লা-আবর্জনা।ঈদের এক সপ্তাহের ছুটিতে পর্যটকদের বিপুল সমাগমের কারণে তাদের ফেলে যাওয়া ডাবের খোসা, প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট, সিগারেটের প্যাকেট ও খাবারের অবশিষ্টাংশসহ অসংখ্য ময়লা-আবর্জনা পড়ে আছে।ডাস্টবিনগুলোর চারপাশ ময়লায় সয়লাব। কোনো অজ্ঞাত কারণে প্রায় এক সপ্তাহ ধরে পরিচ্ছন্ন না করায় কুয়াকাটা সমুদ্র সৈকতের এক কিলোমিটার এলাকা পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে।২১ এপ্রিল রোববার সরেজমিনে গিয়ে দেখা যায়, সৈকতের এসব ময়লা আবর্জনার দুর্গন্ধে একটু প্রশান্তি পেতে ছুটে আসা পর্যটকরা ফিরছেন তিক্ত অভিজ্ঞতা নিয়ে। সৈকতের সৌন্দর্য ও পরিবেশের ভারসাম্য রক্ষায় কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি পর্যটন ব্যবসায়ীসহ পর্যটকদের।তবে দ্রুত সময়ের মধ্যে সৈকত পরিচ্ছন্নতার কথা জানিয়েছেন কলাপাড়া উপজেলা প্রশাসন ও কুয়াকাটা পৌর মেয়র মো. আনোয়ার হাওলাদার।