পটুয়াখালীর কলাপাড়ায় ট্রাভেলার্স ক্লাবের কমিটি গঠন
স্টাফ রিপোর্টার, পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় আগামী দু’ বছরের জন্য কলাপাড়া ট্রাভেলার্স ক্লাবের কমিটি গঠন করা হয়েছে। ১৮ মার্চ সোমবার ইফতারের পরে কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে বসে এ কমিটি গঠন করা হয়।কলাপাড়া ট্রাভেলার্স ক্লাবের সকল সদস্যদের মতামতের ভিত্তিতে সাত সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। এতে সভাপতি মো. মাইনুল ইসলাম ও মোস্তফা জামান সুজনকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম মৃধা, কোষাধ্যক্ষ শাহ সুজা, প্রোগ্রাম সম্পাদক মো. শাহিন মিয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আহসান পাভেল ও প্রচার সম্পাদক মো. মশিউর রহমান লিটু ।এর আগে কলাপাড়া ট্রাভেলার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন শিকদার, সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া ট্রাভেলর্স ক্লাবের সভাপতি অধ্যাপক মো. আসলাম সিকদার, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুয়েল ইসলাম, কলাপাড়া প্রেসক্লাবের আহবায়ক মো. হুমায়ুন কবির, সদস্য সচিব এস এম মোশারফ হোসেন মিন্টু, কলাপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ প্রমুখ।এসময় কলাপাড়া প্রেসক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ক্লাব, কলাপাড়া ট্রাভেলার্স ক্লাবসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।আগামী ঈদুল ফিতরের পরে কলাপাড়া ট্রাভেলস ক্লাবের উদ্যোগে জোসনা উৎসবের আয়োজন করা হবে। মো. আরিফ সিকদারকে জোসনা উৎসবের আহ্বায়ক ঘোষণা করা হয়।