• ঢাকা
  • |
  • শনিবার ৭ই বৈশাখ ১৪৩১ দুপুর ০১:৪৮:৩৫ (20-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৭ই বৈশাখ ১৪৩১ দুপুর ০১:৪৮:৩৫ (20-Apr-2024)
  • - ৩৩° সে:

বৈসাবিকে ঘিরে খাগড়াছড়িতে নারী উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী শুরু

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি পার্বত্য জেলায় শুরু হলো ১০ দিনব্যাপী স্থানীয় নারী উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী। পাহাড়জুড়ে প্রাণের বৈসাবি উৎসব শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। ত্রিপুরাদের বৈসু, মারমাদের সাংগ্রাই, চাকমাদের বিঝু উৎসবকে একত্রে বলা হয় বৈসাবি।এ বৈসাবিকে সামনে রেখে খাগড়াছড়িতে স্থানীয় নারী উদ্যোক্তাদের সমন্বয়ে পণ্য প্রদর্শনী ও বিক্রয় মেলা শুরু হয়েছে শহীদ কাদের সড়ক খাগড়াছড়ি অরুনিমা কমিউনিটি সেন্টারে। খাগড়াছড়ি পার্বত্য এলাকার স্থানীয় পাহাড়ি নৃ-গোষ্ঠির সদস্যদের হাতে তৈরি পোশাক ও হস্তশিল্পে সাজানো হয়েছে দোকানগুলো। এখানকার প্রতিটি দোকানেরই নিজস্ব কিছু পণ্য রয়েছে। সেগুলো তারা নিজেরাই তৈরি করেছেন।২৯ মার্চ শুক্রবার সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলা উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু। এ সময় জেলা পরিষদ সদস্য শতরূপা চাকমাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।খাগড়াছড়ি জেলা শহরস্থ অরুনিমা কমিউনিটি সেন্টারে খাগড়াছড়ির নারী উদ্যোক্তাদের উদ্যোগে পণ্য প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হচ্ছে। আগামী ৭ এপ্রিল পর্যন্ত এই পণ্য প্রদর্শনী চলবে।মেলায় বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী পোশাক, ছোট-বড় বিভিন্ন ধরনের শাল, থ্রি-পিস, ফতুয়া, বাচ্চাদের বিভিন্ন স্টাইলের জামাকাপড়ের ছড়াছড়ি দোকানগুলোতে। এছাড়া রয়েছে হাতে তৈরি বিভিন্ন ধরনের ব্যাগ ও খেলনা। খাদ্য ও নানান ধরনের পণ্য পাওয়া যাচ্ছে মেলায়।