• ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই বৈশাখ ১৪৩১ দুপুর ১২:৫৮:৪৮ (26-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই বৈশাখ ১৪৩১ দুপুর ১২:৫৮:৪৮ (26-Apr-2024)
  • - ৩৩° সে:

জলবায়ু পরিবর্তনের ক্ষতিপূরণের দাবিতে বরিশালে সড়ক অবরোধ

বরিশাল প্রতিনিধি: উন্নয়ন সংগঠন ভিএসও এবং বরিশাল জেলা ইয়ুথ ফোরামের আয়োজনে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের ক্ষতিগ্রস্ততার মাত্রা বিবেচনায় উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে পৃথিবীর প্রায় ১৫০টি দেশের সাথে সংহতি জানিয়ে ত্রিশ গোডাউন বদ্ধভূমি থেকে কীর্তনখোলা নদীর পাড় ধরে নিয়ে সড়ক অবরোধ করে বরিশালের প্রায় অর্ধশতাধিক মানুষ।এ সময় বক্তব্য রাখেন বীর প্রতীক কে এস এ মহিউদ্দিন মানিক, বিসিসি প্যানেল মেয়র কোহিনূর বেগম, উন্নয়ন সংগঠক মো. রফিক, শালিণ্য স্বেছাসেবী সামাজিক সংগঠনের শিশু বিষয়ক সমন্বয়ক জোছনা বেগম, স্বাগত বক্তব্য রাখেন জাতীয় যুব কাউন্সিল বরিশাল বিভাগীয় প্রতিনিধি ও ইয়ুথ ফোরাম বরিশাল বিভাগের সভাপতি কিশোর চন্দ্র বালা।যুবদের পক্ষে জেলা রোভার স্কাউটসের দু’জন সিনিয়র রোভারমেট প্রতিনিধি অভিজিত দাস ও মেহেদী হাসান, নারী উদ্যোক্তা রোজা শরীফ ও প্রজ্ঞা ফাউন্ডেশনের নির্বাহী সুভাশীষ দাস, ইয়ুথ ফোরামের সহ-সভাপতি সৌরভ দাস তাদের বক্তব্যে বলেন- উন্নত দেশসমূহের বিলাসী জীবনের দায় আমাদের নিতে হচ্ছে। কিন্তু পৃথিবী একটাই, আমরা সবাই মানুষ, একই আলো-বাতাসে লালিত হই। তাই এ বায়ুকে যারা দূষিত করে তাদেরই এর দায় নিতে হবে।বক্তারা আরও বলেন, জল ও বায়ুর প্রতিনিয়ত দূষণের ফলাফল কতটা ভয়াবহ রূপ ধারণ করছে তা ইতোমধ্যে দৃশ্যমান। এখনই সচেতন পদক্ষেপ গ্রহণ না করলে পৃথিবী হতে পারে জীবনের অস্তিত্ব শূন্য। উন্নত বিশ্বের দেশগুলো প্যারিস চুক্তির শর্ত না মেনে অতিরিক্ত কার্বন নিঃসরণ করছে। সেই সাথে গ্রিন হাউজ ইফেক্ট ও বন উজার করার মতো আত্মঘাতী ঘটনাগুলো বৈশ্বিক উষ্ণায়নের অন্যতম কারণ। এর ফলে অনাবৃষ্টি ও খরা, সুপেয় পানির সংকট, ভূর্গস্থ পানির স্তর আরও নিচে নেমে যাওয়ায় কৃষিসহ প্রাণির জীবন ধারণের অতিব প্রয়োজনীয় খাদ্য ও পানির সংকট ক্রমাগত ভয়াবহ রূপ ধারণ করছে।