খুলনায় অধিকার’র মানববন্ধন
খুলনা ব্যুরো: ঘুষ, অনিয়ম ও দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা কায়েম করে জনগণের সরকার প্রতিষ্ঠা করার পাশাপাশি মানবাধিকার লঙ্ঘনকারীদের মানবতাবিরোধী অপরাধ আইনে বিচার করার দাবি জানিয়েছেন খুলনার মানবাধিকার কর্মীরা। ৮ আগস্ট বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে তারা এ দাবি জানান । গুমের শিকার ব্যক্তিদের মুক্ত করা এবং গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ সকল মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনার দাবিতে দেশের শীর্ষ মানবাধিকার সংগঠন ‘অধিকার’র আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয় । এ সময় বক্তারা বলেন, অবিলম্বে দেশের সকল আয়নাঘর ভেঙ্গে গুমের শিকার ব্যক্তিদের ফিরিয়ে আনতে হবে। বিচার ব্যবস্থা ও নির্বাচন কাঠামো ঢেলে সাজাতে হবে। গুম মানবতাবিরোধী একটি অপরাধ। রাষ্ট্র চাইলেই গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বন্ধ হয়ে যাবে। বক্তারা এখনই গুম বন্ধ এবং গুম হওয়া ব্যক্তিদের তাদের স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান।তারা বলেন, গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্ত্রী-সন্তানরা আর্থিক ও সামাজিকভাবে তাদের অধিকার থেকে বঞ্চিত হয়ে চরম কষ্টে রয়েছেন। এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে সুষ্ঠু গণতন্ত্র চর্চা এবং মানবাধিকার প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।অনুষ্ঠান পরিচালনা ও সভাপতিত্ব করেন অধিকার খুলনার ফোকাল পার্সন মানবাধিকার কর্মী ও সাংবাদিক মুহাম্মদ নুরুজ্জামান।কর্মসূচিতে বক্তৃতা করেন নারী নেত্রী রেহানা আখতার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (এমউজে) কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা, নাগরিক নেতা শেখ আব্দুল হালিম, অ্যাডভোকেট মামুনুর রশীদ, ছায়াবৃক্ষের প্রধান নির্বাহী মাহবুব আলম বাদশা, ছাত্রনেতা শহিদুল ইসলাম, মানবাধিকার কর্মী ইসমত আরা কাকন, সিটি কলেজের ছাত্র তুষার মাহমুদ এবং ধন্যবাদ জ্ঞাপন করেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী কেএম জিয়াউস সাদাত।