• ঢাকা
  • |
  • শনিবার ১৫ই চৈত্র ১৪৩১ সকাল ০৮:৩২:৫৭ (29-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১৫ই চৈত্র ১৪৩১ সকাল ০৮:৩২:৫৭ (29-Mar-2025)
  • - ৩৩° সে:

চলে গেলেন একুশে পদকপ্রাপ্ত লোকশিল্পী সুষমা দাশ

নিজস্ব প্রতিবেদক: একুশে পদকপ্রাপ্ত লোকশিল্পী সুষমা দাশ মারা গেছেন।২৬ মার্চ বুধবার বিকেলে সিলেট নগরীতে নিজ বাসায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সুষমা দাশের মেজো ছেলে প্রবীর দাশ।তিনি বলেন, মা বেশ কিছু দিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন। নগরীর হাওলাদার পাড়ার নিজ বাসভবনে ছিলেন তিনি। বুধবার বিকালে নিজ বাসায় তার মৃত্যু হয়েছে।মৃত্যুকালে সুষমা দাশের বয়স হয়েছিল ৯৫ বছর। চার ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। লোকসংগীতে অবদানের জন্য ২০১৭ সালে একুশে পদক পাওয়া এই শিল্পীর মৃত্যুতে সিলেটের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর খবর পেয়ে বিকাল ও সন্ধ্যায় শিল্পীর বাসায় ভিড় করেন অনুরাগীরা।পরিবারের সদস্যরা জানান, বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন সুষমা দাশ। গত ১৩ মার্চ গুরুতর অসুস্থ হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চলে যান। এরপর অবস্থার অবনতি হলে বাসাতেই রাখা হয়েছিল।বাউল সম্রাট শাহ আবদুল করিম, বাউল দুর্বিন শাহ, আলী হোসেন সরকার, কামাল পাশাসহ বাংলাদেশের প্রবীণ শিল্পীদের সঙ্গে গান করেছেন সুষমা দাশ। লোকসংগীতের এই সাধক শিল্পী একুশে পদক ছাড়াও অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি রবীন্দ্রপদক-২০১৯, কলকাতা বাউল ফকির উৎসব সম্মাননা-১৪১৭, যাদবপুর বিশ্ববিদ্যালয় সম্মাননা, লালন শাহ ফাউন্ডেশন সম্মাননা, জেলা শিল্পকলা একাডেমি গুণীজন সম্মাননা ২০১৫, বাংলাদেশ বেতার গুণীজন সম্মাননা পান।খ্যাতনামা লোককবি রশিকলাল দাশ ও লোককবি দিব্যময়ী দাশের বড় সন্তান সুষমা দাশ। তিনি ১৯২৯ সালে দিরাই উপজেলার পেরুয়া গ্রামে জন্ম নেন। ছয় ভাই-বোনের মধ্যে ছিলেন সবার বড়। তার ছোট ভাই একুশে পদকপ্রাপ্ত পণ্ডিত রামকানাই দাশ ছিলেন শাস্ত্রীয় সংগীতশিল্পী। এ ছাড়া তার পরিবারের অনেক সদস্যই সংগীতের সঙ্গে জড়িয়ে আছেন।