নোয়াখালীতে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত
নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীতে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী বরকত উল্যা বুলুর নির্দেশে চৌমুহনী পৌরসভার ৮ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।১৯ মার্চ বুধবার সন্ধ্যায় পৌরসভার হাজীপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার মাঠে এই মাহফিল অনুষ্ঠিত হয়।ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন প্রধান অতিথি চৌমুহনী পৌর বিএনপির সভাপতি জহির উদ্দিন হারুন, কাউন্সিলর আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন আলম, চৌমুহনী ব্যবসায়ী সমিতির কার্যকরী সভাপতি মোরশেদুল আমিন ফয়সাল, বিএনপির নেতা রিপন, উপজেলা যুবদলের আহ্বায়ক রুস্তম আলী, সদস্য সচিব মহিউদ্দিন রাজু, বাহার, ফারক, খোরশেদ, সুমনসহ উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।