• ঢাকা
  • |
  • শুক্রবার ১৪ই চৈত্র ১৪৩১ বিকাল ০৪:৩০:০৮ (28-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ১৪ই চৈত্র ১৪৩১ বিকাল ০৪:৩০:০৮ (28-Mar-2025)
  • - ৩৩° সে:

পঞ্চগড়ে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী বারুণী মহাস্নান উৎসব শুরু

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী বারুণী মহাস্নান উৎসব ও মেলা।২৭ মার্চ বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে বোদা উপজেলার বোয়ালমারীর করতোয়া নদীতে সনাতন ধর্মালম্বীদের এই মহাস্নান উৎসব ও পূজার্চনা শুরু হয়।দিনের আলো ফুটতে না ফুটতেই আশেপাশের বিভিন্ন স্থান থেকে হিন্দু সম্প্রদায়ের পুণ্যার্থী ও সাধু সন্ন্যাসীরা এসে জড়ো হতে শুরু করেন করতোয়া নদীর তীরে। পূণ্যফল লাভ ও পূর্ব-পুরুষদের আত্মার শান্তি কামনায় দল বেধে করতোয়ার উত্তরমূখী স্রোতে প্রতিবছর এ পূর্ণ স্নানে অংশ নেন তারা।সনাতন ধর্মমতে, মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথি থেকে শুরু করে পরবর্তী তিন দিন উত্তরমুখী স্রোতে স্নান করলে পাপ মোচন হয়। এ সময় দেহ-মনকে পরিশুদ্ধ করতে এবং পূর্বপুরুষদের উদ্দেশ্যে মাথার চুল বিসর্জন দেন অনেকে। বৃহস্পতিবার সকাল থেকেই আশেপাশের বিভিন্ন এলাকাসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে কয়েক লাখ সনাতন ধর্মালম্বীরা ছুটে আসেন এই স্নান উৎসবে। পবিত্র এ স্নানোৎসবে আসতে পেরে আত্মতুষ্টি সহ পূজার্চনা করতে পেরে উৎফুল্ল ভক্ত পূর্ণার্থীরা। আর মেলায় বিভিন্ন খাবার যেমন: জিলিপি, কদমা, বাতাসা, তৈজসপত্র, প্রসাধনী, ছোটদের খেলনাসহ নানা পসরা সাজিয়ে বসেছে রকমারী দোকান।স্থানীয় গঙ্গা মন্দির ও মেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে বলা হয়, বারুণী স্নান উৎসব উপলক্ষে ভক্তদের সুবিধার্থে নানা প্রস্তুতিসহ নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।আগামী শনিবার সূর্যাস্ত পর্যন্ত চলবে এই পুণ্যস্নান ও বারুণী মেলার উৎসব।