লালমনিরহাট সীমান্তে গরু পাচারের সময় আহত যুবকের মৃত্যু
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তের বুড়িরহাট ঘোঙ্গাগাছ এলাকার ভারতের অভ্যন্তরে গরু আনতে গিয়ে চর্কীর আঘাতে জামাল হোসেন (৩০) নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।১৭ নভেম্বর রোববার ভোরে আহত জামাল হোসেন রংপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত জামাল হোসেন উপজেলার গোড়ল চৌপথি এলাকার সবুজ মিয়ার ছেলে।স্থানীয়রা জানায়, শনিবার ভোরে বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সীমান্ত পিলার ৯১৭-৯১৮ ভারতের কুচবিহার সীমান্ত থেকে গরু আনতে যান ১০-১৫ জন চোরাকারবারি। এ সময় গরু পার করতে গিয়ে জামাল হোসেন চর্কী (গরু পার করার বাঁশ) দ্বারা আঘাতপ্রাপ্ত হন। পরে সঙ্গীরা তাকে উদ্ধার করে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।এ ব্যাপারে ১৫ বিজিবি ব্যাটেলিয়ন সিইও মেজর আসিফুল ইসলাম সিদ্দিকী জানান, বিষয়টি শুনেছি।কালীগঞ্জ থানার ইনচার্জ (এসআই) এরশাদ আলম জানান, খোঁজখবর নিয়ে বিষয়টি সম্পর্কে জেনেছি। নিহতের মরদেহ বর্তমানে হাসপাতালে রয়েছে।