• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৮ই চৈত্র ১৪৩১ সকাল ১০:৫৮:০০ (01-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৮ই চৈত্র ১৪৩১ সকাল ১০:৫৮:০০ (01-Apr-2025)
  • - ৩৩° সে:

সৈয়দপুরে এফওএ স্কুলের শিক্ষার্থীর পরিবার পেল ঈদ সামগ্রী উপহার

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে ফ্রেন্ডস অব হিউমেনেটি (এফ ও এইচ) প্রকল্পের অধীনে অধ্যায়নরত শিক্ষার্থীর পরিবারের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।২৭ মার্চ বৃহস্পতিবার শহরের নিয়ামতপুর সরকার পাড়ায় অবস্থিত এফ ও এইচ স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এফওএইচ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সৈয়দ ওসামা জালাল।বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক মনির হোসেন। এছাড়াও অতিথি ছিলেন হিট এর ভাইস চেয়ারম্যান মো. আব্দুল  বারী, এফওএইচ স্কুল প্রজেক্টের কো- অর্ডিনেটর মো. আব্দুল লতিফ, স্কুলের অধ্যক্ষ আয়শা সিদ্দিকা ও ক্যাম্প উন্নয়ন কমিটির সভাপতি কবি মাজিদ ইকবাল।অনুষ্ঠানে হিউমেনেটি ইন ডিস্ট্রেস (হিড) এর অর্থায়নে এফ ও এইচ প্রকল্পের অধীনে ৬টি বিদ্যালয়ের ১ হাজার ৪শ ৬৫ জন শিক্ষার্থীর পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।অনুষ্ঠানে শিক্ষার্থীর অভিভাবকদের মাঝে ৩ কেজি চাল, ২ কেজি পোলার চাল, ১ লিটার তেল,১ কেজি চিনি,১ কেজি আটা, ১ কেজি লবণ, ১ কেজি ডাল, ১ কেজি সেমাই, ২ কেজি পেঁয়াজ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।এ সময় প্রধান অতিথি সৈয়দ ওসামা জালাল  শিক্ষার্থী-অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা বিস্তারে সৈয়দপুরে অনন্য ভূমিকা রাখছে এফ ও এইচ পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান। এর অধিকাংশ শিক্ষার্থীই  ক্যাম্প শিশু। কিন্তু সুদৃশ্য স্কুল ইউনিফর্ম পরিহিত এই শিক্ষার্থীদের দেখে বোঝার উপায় নেই তারা সমাজের অনগ্রসর অংশ। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনারা সন্তানদের শিক্ষার জন্য অনুপ্রাণিত করবেন। তা হলেই তারা একদিন মানুষের মত মানুষ হয়ে সুনাগরিক হিসেবে গড়ে উঠবে।হিড ভাইস চেয়ারম্যান এম এ বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংক্রান্ত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সৈয়দপুরের ২২টি ক্যাম্প উন্নয়ন কমিটির সভাপতি মাজিদ ইকবাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এফ ও এইচ হাই স্কুলের সহকারী শিক্ষিকা সুইটি আক্তার।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান