• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৮ই চৈত্র ১৪৩১ সকাল ১০:৫৩:২০ (01-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৮ই চৈত্র ১৪৩১ সকাল ১০:৫৩:২০ (01-Apr-2025)
  • - ৩৩° সে:

ভোলায় ৫ ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ড

ভোলা প্রতিনিধি: ভোলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ দুর্ধর্ষ ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ড দক্ষিণ জোন ভোলা।২৬ মার্চ বুধবার দিবাগত রাতে তজুমদ্দিন উপজেলার চর মোজাম্মেল হক এলাকা থেকে সালাউদ্দিন বাহিনীর ৫ সক্রিয় ডাকাত সদস্যকে ৭টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৪ রাউন্ড গোলা এবং ৪টি রকেট ফ্লেয়ারসহ আটক করা হয়।আটকরা হলো মো. হারুন দফাদার (৫০), মো. রুবেল (২৬), মো.কবির মাঝি (৪৭), মো. ইউনুস (৩৬) ও মো. ফেরদাউস ওরফে হেজু (৪০)। সকলেই চর মোজাম্মেল হক এলাকার বাসিন্দা।বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন ভোলা মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সাব্বির আহম্মেদ এই তথ্য নিশ্চিত করেন।তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদীর তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।তিনি আরও বলেন, এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক ডাকাত ও জব্দ অস্ত্র ভোলা থানায় হস্তান্তর করা হয়েছে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান