• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০২:৪০:৪৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০২:৪০:৪৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জগন্নাথপুরে সিএনজি চালক হত্যা, হবিগঞ্জ থেকে গ্রেফতার ৩

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে সিএনজিচালিত অটোরিকশার চালক সুজিত দাস হত্যাকাণ্ডে জড়িত তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ছিনতাইকৃত একটি সিএনজি উদ্ধার করছে র‍্যাব-৯। ১৯ নভেম্বর মঙ্গলবার হবিগঞ্জ জেলার বাহুবল ও শায়েস্তাগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতাররা হলেন- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শালদিঘা আনছার আলীর ছেলে আলী হায়দার (৩৬), হবিগঞ্জ সদরের নোহাটি গ্রামের মৃত তরমুজ আলীর ছেলে হাফিজুর রহমান (২৬) ও হবিগঞ্জের বাহুবল উপজেলার পনারআব্দা আব্দুল হাই’র ছেলে মো. শিবলু মিয়া (২০)।র‌্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মশিহুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।এর আগে ১৬ নভেম্বর শনিবার রাত ৯টায় সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরের রানিগঞ্জ সেতু থেকে সিএনজি চালিত অটোরিকশা চালক সুজিত দাসের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান