• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৮ই চৈত্র ১৪৩১ সকাল ১০:৫৫:৩০ (01-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৮ই চৈত্র ১৪৩১ সকাল ১০:৫৫:৩০ (01-Apr-2025)
  • - ৩৩° সে:

রাজশাহীতে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

রাজশাহী ব্যুরো: রাজশাহীতেও উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাব গাম্ভীয মধ্য দিয়ে পালিত হচ্ছে ঈদ-উল-ফিতর। রাজশাহীর বিভিন্ন ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে।৩১ মার্চ সোমবার  সকাল ৮টায় হযরত শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।ইমামতি করেন নগরের রাজারহাতা জামে মসজিদের খতিব মাওলানা মো. কাওসার হোসাইন। এখানে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নেতা ও সাবেক রাসিক মেয়র মিজানুর রহমান মিনুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।আর একটি জেলার বৃহৎ জামায়াত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৮টায় হযরত শাহদৌলা (রাঃ) পবিত্র ভুমি বাঘা উপজেলার কেন্দ্রীয় ইদগাহ মাঠে। সেখানে উপস্থিত ছিলেন জেলা বিএনপি‌র আহব্বায়ক আবু সাইদ চাঁদ, সুরুজ্জামান, শফি সরদার, সাইফুল ইসলামসহ বিভিন্ন বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, জেলা উপজেলার প্রশাসনের ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। এখানে ইমামাত করেন বাঘা উপজেলা মডেল মসজিদের খতিব মালানা আবুল কালাম ।সকালে দলে দলে মুসল্লিরা বাহারি রঙের পাঞ্জাবী পড়ে মাথায় টুপি দিয়ে আসতে থাকে ঈদগাহ মাঠের দিকে। সব বয়সের মানুষের মাথায় বিভিন্ন রঙের টুপি ও অনেকের হাতে জায়নামাজ দেখা গেছে। যদিও ঈদগাহ মাঠে কার্পেট বিছানো হয়েছে। তারপরেও মুসল্লিরা রঙ-বেরঙের জায়নামাজ নিয়ে এসেছে ঈদগাহ মাঠে।রাজশাহীর বিভাগী, জেলা ও সকল প্রশাসনের উদ্ধর্তন কর্মকর্তারা এখানে নামাজ আদায় করেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বসহ বিভাগের সকল স্তরের সর্বসাধারন মুসল্লী এখানে ঈদ-উল-ফিতরের নামাজ আদায় করেছেন। সকাল থেকে হাজার হাজার মুসল্লী কেন্দ্রীয় এই ঈদগাহে নামাজের জন্য অংশহন করেন। এতে লোকে লোকারন্য হয়েওঠে ঈদগাহ প্রান্তর, কানায় কানায় পরিপূর্ণ্যহয় ঈগাহের প্রতিটি কাতার।এর আগে, হাজারও মুসল্লির অংশগ্রহণে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে মুসলিম উম্মার মঙ্গল কামনায় দোয়া করা হয়। দোয়া শেষে মুসল্লিরা একে অপরের মধ্যে কুশল বিনিময় করেন। এ সময় মুসল্লিরা একে অপরে কোলাকুলি করে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।নামাজের পর দেশ ও জাতীর মঙ্গল কামনায় দোয়া করা হয়। ঈদের নামাজে অংশ গ্রহনকারি রাজনৈতিক নেতৃবৃন্দরা বর্তমানের মতো আগামীতেও ঐক্যের বাংলাদেশ অব্যাহত রেখে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান