ডুমুরিয়ায় পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ অনুষ্ঠিত
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: খুলনার ডুমুরিয়া উপজেলা পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ ও শিক্ষামেলা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।১ এপ্রিল মঙ্গলবার খুলনা জেলার ডুমুরিয়ার উপজেলার শাহপুরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।সমিতির সভাপতি রুহান কবিরের সভাপতিত্বে ও সেক্রেটারি মেহেদী হাসানের সঞ্চালনায় প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল, খুলনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমেরিটাস অধ্যাপক ডা. ইউনুস আলী, ডুমুরিয়া উপজেলা নির্রাহী অফিসার আল আমিন, শিক্ষক, মিয়া গোলাম কুদ্দুস, নর্দান ইউনিভার্সিটির শিক্ষক ও MARCH-এর চেয়ারম্যান ড. একরাম উদ্দীন সুমন, ড. আজাদ, এ এম কামরুল ইসলাম, আকতার হোসেন, আব্দুল কাউয়ুম ফয়সাল, এড. ইউসুফ মোল্যা, ডা হরিদাস মন্ডল প্রমুখ।অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার শতাধিক নবীন শিক্ষার্থীদেরকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন। এ সময় তিনি বলেন, আগামীর বাংলাদেশ গঠনে ডুমুরিয়ার ছাত্রদেরকে নৈতিকতা ও স্কিল ডেভেলপমেন্টের মধ্যমে যথাযথ ভূমিকা পালন করতে হবে।