পীরগাছা নোবেল রেসিডেন্সিয়াল হাই স্কুলে এসএসসি শিক্ষার্থীদের বিদায়
পীরগাছা (রংপুর) প্রতিনিধি: পীরগাছা উপজেলার সুনামের সাথে শিক্ষা প্রদান শিক্ষারমান ও পরিবেশের দিকে সবথেকে বর্তমানে রংপুর জেলার মধ্যে এগিয়ে রয়েছে পীরগাছার প্রানকেন্দ্রে অবস্থিত পীরগাছা রেসিডেন্সিয়াল হাই স্কুল ।২৭ মার্চ প্রতিষ্ঠানের চত্বরে ২০২৫ সালের এসএসসি শিক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ করা।অনুষ্ঠানে সভাপতি আবু হায়দার মো.শাহ নেওয়াজ পারভেজের সভাপতিত্বে প্রধান অতির্থী হিসাবে উপস্থিত ছিলেন পীরগাছা উপজেলানিবার্হী অফিসার নাজমুল হক সুমন বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন একাডেমিক সুপার ফারুকুজ্জামান ডাকুয়া, অসীম কুমার চক্রবতী অবঃ সহঃ অধ্যাপক পীরগাছা কলেজ, শ্রী তাপস চন্দ্র সাহা সহ. শিক্ষক ফীরগাছা জেএন, মাহাবুবার রহমান মাহাবুব সহকারী শিক্ষক রংপুর জেলা স্কুল সহ প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, অভিভাবকগন ।এসময় নতুন ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি হওয়া সকল শিক্ষার্থীদের বরণ ও ২০২৫ সালে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয় ।