• ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই বৈশাখ ১৪৩১ বিকাল ০৩:০৮:১০ (26-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই বৈশাখ ১৪৩১ বিকাল ০৩:০৮:১০ (26-Apr-2024)
  • - ৩৩° সে:

সারাবাংলা

নবীনগরে আগুনে পুড়লো চালের মিল-গুদামঘর, কোটি টাকার ক্ষয়ক্ষতি

৯ জানুয়ারী ২০২৩ সন্ধ্যা ০৭:১৩:৫৭

নবীনগরে আগুনে পুড়লো চালের মিল-গুদামঘর, কোটি টাকার ক্ষয়ক্ষতি

জ. ই বুলবুল, নবীনগর: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চালের মিল ও গুদামঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকার উপরে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত মিল মালিক।

৮ জানুয়ারি রোববার দিবাগত রাত একটার দিকে পৌর এলাকার ভোলাচং পুরান বাজারের একতা অটো রাইস মিলে এ ঘটনা ঘটে।

রাতেই পৌর এলাকার পৌর এলাকার নারায়নপুর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ঘন্টাখানেকের প্রাণপণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

প্রত্যক্ষদর্শী ও মিল শ্রমিকরা জানান, আগুনে গুদামঘরে থাকা প্রায় ১০০ বস্তা চাল ও ১৫০ বস্তা ধানসহ পুরো চালের মিল ও গুদামঘর পুড়ে গেছে। ফায়ারসার্ভিস কর্মীরা সময়মত না এলে আশপাশের বহু দোকান ক্ষতিগ্রস্ত হতো।

মিল মালিক আলমগীর মিয়া রাতেই ফোন পেয়ে মিলে ছুটে যান। গিয়ে দেখেন দাউদাউ করে জ্বলছে আগুন। তাৎক্ষণিক স্থানীয়রা আগুন নেভাতে ছুটে এলেও আগুনের উত্তাপে কেউ কাছে পৌঁছাতে পারেনি।

আলমগীর মিয়া কান্নাজড়িত কণ্ঠে জানান, ক্ষতির পরিমাণ এতো বেশি যে, আমার জীবনের সব আশা ভরসা শেষ হয়ে গেছে।

খবর পেয়ে নবীনগর পৌরসভার মেয়র এড. শিব শংকর দাশ ঘটনাস্থালে ছুটে যান। ঘটনাটি দুঃখজনক মন্তব্য করে তিনি মিল মালিক আলমগীর মিয়ার মনোবল শক্ত রেখে এই পরিস্থিতি সামাল দেয়ার পরামর্শ দেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





পলাশে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
২৬ এপ্রিল ২০২৪ দুপুর ০১:৫২:৫৮