• ঢাকা
  • |
  • রবিবার ২৪শে ভাদ্র ১৪৩১ সকাল ০৯:২৮:২০ (08-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৪শে ভাদ্র ১৪৩১ সকাল ০৯:২৮:২০ (08-Sep-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ধর্ষণের শিকার অষ্টম শ্রেণির ছাত্রীর পরিবারকে মামলা তুলে নিতে হুমকি

৯ জুন ২০২৪ সকাল ১১:৪০:২০

ধর্ষণের শিকার অষ্টম শ্রেণির ছাত্রীর পরিবারকে মামলা তুলে নিতে হুমকি

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: দ্বীপ জেলা ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার আহাম্মদপুরে অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে বিয়ের প্রলোভনে একাধিক বার ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় যুবক সাগরের বিরুদ্ধ। 

বিয়ে না করায় ছাত্রীর মা বাদী হয়ে দুলারহাট থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন মামলা হওয়ার পর থেকে ধর্ষক সাগর কৌশলে পালিয়ে যায়। পরে পালিয়ে থাকা সাগরকে গত ৬ জুন রাতে বরিশালের র‍্যাব-৮ আটক করে জেল হাজতে প্রেরণ করে।

মামলা সূত্রে জানা যায়, গত ২৩ মে রাতে অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করে স্থানীয় যুবক সাগর। এ ঘটনায় ধর্ষণের শিকার ছাত্রীর মা বাদী হয়ে দুলারহাট থানায় একটি মামলা দায়ের করেন গত ২৯ মে সাগরকে আসামি করে মামলাটি হলে ৬ জুন বরিশালের র‍্যাব-৮ গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করেন আটক হওয়ার পর থেকে মামলা তুলে নিতে আসামিরা হুমকি ধামকি দিতে শুরু করে বলে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন বাদীপক্ষ।

স্থানীয় নুরুল ইসলাম মাঝি (৫০) জানান, ধর্ষণের শিকার ছাত্রীর মা বাদী হয়ে মামলা করায় মামলা সূত্রে র‍্যাব সাগরকে আটক করে। সে আটক হওয়ার পর থেকে ধর্ষণকারী সাগরের বাবা মো. মালেক, তার বড় ভাই মঞ্জুসহ আসামি পক্ষের লোকজন বাদীপক্ষকে মামলা তুলে নিতে বিভিন্ন হুমকি দামকি প্রদান করে আসছে। এতে বাদীপক্ষে লোকজন নিরাপত্তা হীনতায় ভুগছে।

আহাম্মদপুর ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ধর্ষণ মামলার সাক্ষী মো. গিয়াসউদ্দিন জানান, ‘ঘটনার ওই দিনে ছেলেমেয়ের মধ্যে যা ঘটেছিলো তা এলাকার সকল মানুষ জানে। সেই ঘটনায় আমি সাক্ষী হওয়াতে আমাকেও আসামি পক্ষের লোকজন হুমকি ধামকি দিয়ে আসছে আমি কেন সাক্ষী হলাম।’

এ ব্যাপারে মামলা তদন্তকারী কর্মকর্তা এস আই মো. মুছা জানান, ‘বাদীপক্ষকে মামলা তুলে নিতে যদি কোনো হুমকি দিয়ে থাকে তদন্ত করে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





একদিনেই বাংলাদেশে প্রবেশ করল ৫০০ রোহিঙ্গা
৮ সেপ্টেম্বর ২০২৪ সকাল ০৮:২৪:৪৬


আমিরাতে ক্ষমা পাওয়া ১৪ জন দেশে ফিরেছেন
৮ সেপ্টেম্বর ২০২৪ সকাল ০৮:০২:২৫