ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ইটনা উপজেলায় অবৈধ বালু উত্তোলনের ড্রেজার মেশিনসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী।
৩১ আগস্ট শনিবার সকালে সদর ইউনিয়নের বলদা ঘাটে স্থানীয়দের সহায়তায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় আটক করা হয় তাদের।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, স্থানীয় লোকজন সেনাবাহিনীর ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের ইটনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডারের কাছে অনুনোমোদিত ড্রেজার দ্বারা বালি উত্তোলনের খবর জানায়।
খবর পেয়ে বলদা ঘাটে ইটনা আর্মি ক্যাম্প থেকে লেফটেন্যান্ট মো. শাহরিয়ার শরীফের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। সেখান থেকে ১টি ড্রেজার ও ১টি বল গেটসহ ৩ জনকে আটক করা হয়।
আটকরা হলেন করিমগঞ্জের মৃত আছম আলীর ছেলে মো. সুমন মিয়া, মৃত উস্তম আলীর ছেলে ছোহরাব উদ্দিন এবং বরিশাল জেলার মেহেদীগঞ্জ থানার আবদুল্লাহ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা অবৈধ বালু ব্যবসার সাথে জড়িত ৬ জন ব্যবসায়ীর নাম জানিয়েছেন বলে জানা গেছে। এই অবৈধ বালু ব্যবসায়ীরা হলেন করিমগঞ্জ এলাকার সাইফুল ইসলাম, সদর ইউনিয়নের টিপু মিয়া, আমিন মিয়া, এনায়েত কবির, আবু তালেব এবং মো. আপেল মিয়া।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির রব্বানী জানান, সেনাবাহিনী জব্দ করা ড্রেজারসহ তিনজনকে থানায় হস্তান্তর করেছে। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available