বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর বীরগঞ্জে জাল টাকার নোট ও জাল ডলারসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
১ সেপ্টেম্বর রোববার সাড়ে ১২টার দিকে বীরগঞ্জ থানাধীন ৮নং ভোগনগর ইউনিয়নের ধুলাউড়ি বাজারের জনৈক শাহজাহান আলীর দোকানের সামনে থেকে স্থানীয় লোকজন জাল টাকা ও ডলারসহ ৩ ব্যক্তিকে আটক করে। পরে খবর দিলে পুলিশ এসে তাদের আটক করে নিয়ে যায়।
আটক ব্যক্তিদের দেহ তল্লাশি করে ২৬০টি এক হাজার টাকার জাল নোট এবং ১০১টি ইউএস ডলারের নোট পাওয়া যায়। পরে তাদের সঙ্গে থাকা তিনটি মোবাইল ও একটি মোটরসাইকেলসহ জব্দ করে থানায় নিয়ে আসে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার কুঠিপাড়ার মো. আজিজার রহমানের ছেলে মো. লিটন (২৫), রংপুর বদরগঞ্জ উপজেলার শালবাড়ী ঘাট এলাকার মো. আব্দুল গফুরের ছেলে মো. শামিম (২৭) এবং পার্বতীপুরের কুঠিপাড়ার রমজান আলীর ছেলে মো. শাকিল শেখ (২৮)।
এ বিষয়ে বীরগঞ্জ থানায় একটি মামলা রজু করা হয়েছে। মামলাটির তদন্তের দায়িত্বে আছেন এসআই মো. নুরুন্নবী।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available