কেরানীগঞ্জ ঢাকা প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) কার্যালয়ে অভিযান চালিয়ে সবুজ, আলী হোসেন, ইয়াকুব আলী, হারুন মিয়া, জসিম ও রফিকুল ইসলাম কাজল নামের ৬ দালালকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
২ সেপ্টেম্বর সোমবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ ইকুরিয়া এলাকায় বিআরটিএর অভ্যন্তরে দালাল মুক্ত করণ অভিযান পরিচালিত হয়।
এ সময় ছয় দালালকে আটকের পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসমীয়া জায়গীরদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রফিকুল ইসলাম কাজলকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও বাকি পাঁচজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসমীয়া জায়গীরদার বলেন, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আমরা অভিযান পরিচালনা করেছি। ছয়জনকে আটক ছাড়াও মৌখিকভাবে অনেককে সতর্ক করে দেয়া হয়েছে।
বিআরটিএ দুর্নীতি ও দালাল মুক্ত রাখতে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available