মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয় মহাদেপুর ইউনিয়ন সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. খলিলুর রহমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অপসারণের দাবিতে আল্টিমেটাম দিয়েছেন মানিকগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীরা।
২ সেপ্টম্বর সোমবার সকাল ১২টার সময় উপজেলার মহাদেবপুর ইউনিয়ন সরকারি ডিগ্রি কলেজে উপস্থিত হয়ে এ দাবি জানান শিক্ষার্থীরা।
তারা জানান, অধ্যক্ষ মো. খলিলুর রহমান ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কলেজ থেকে ৮ কোটি ৮৫ লক্ষ ৭৬ হাজার টাকা আত্মসাত করেছেন। সঠিক তদন্ত সাপেক্ষে অধ্যক্ষের অপসারণ ও শাস্তি দাবি করেন শিক্ষার্থীরা। দাবি মানা না হলে তারা কঠিন আন্দোলনের আল্টিমেটাম হুঁশিয়ারি দেন।
শিক্ষার্থীরা আরও জানান, সরকার পতনের পর পালিয়ে থাকা মহাদেবপুর ইউনিয়ন সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. খলিলুর রহমানের অপসারণ ও নিয়মবহির্ভূতভাবে অধ্যক্ষ পদে নিয়োগ বাতিলের দাবিতে প্রেস কনফারেন্স করেছেন শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা। এ সময় ক্যাম্পাসে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
শিক্ষক-শিক্ষার্থীরা জানান, ১৯৯৩ সালে প্রভাষক হিসেবে নিয়োগ পাওয়া মো. খলিলুর রহমান ২০১২ সালে আওয়ামী লীগ সরকারের সাবেক স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক স্বপনের আত্মীয় পরিচয়ে অবৈধ নিয়োগে কলেজের অধ্যক্ষের পদ দখল করেন। শিক্ষক ও কর্মচারীদের চাকরি সরকারিকরণের জন্য ২০১৮ সালে আরও বেপরোয়া হয়ে উঠেন। এ সময় তিনি ১ কোটি ৫০ লক্ষ টাকা হাতিয়ে নেন।
এছাড়া তিনি শিক্ষক ও কর্মচারী নিয়োগে ৩ কোটি ৪ লক্ষ টাকা, ২৬ লক্ষ ২৩ হাজার ১০ টাকা, বিএম শাখা বাস্ত প্রশিক্ষণ ১৮ লক্ষ, উন্নয়ন ফি অনার্স ৮৪ লক্ষ ৭০ হাজার টাকা, ১৯ লক্ষ ৫৪ হাজার, ডিগ্রি ইনন্টাল পরীক্ষা বাবদ ১০ লক্ষ টাকা, কৃষিশিক্ষা বাবদ ৩ লক্ষ ৫০ হাজার, চারিত্রি সনদ/প্রত্যয়ন পত্র ৪০ লক্ষ, বৃক্ষরোপণ ৯ লক্ষ টাকার দুর্নীতি করেন।
শিক্ষকরা আরও বলেন, বিভিন্ন সময়ে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করা হলে মানিকগঞ্জের সাবেক স্বস্থ্য মন্ত্রী জাহিদ মালেক স্বপনের প্রভাবে দুর্নীতির স্বর্গ রাজ্য গড়ে তোলেন এই অধ্যক্ষ। দুর্নীতিপরায়ন এ অধ্যক্ষকে দ্রুত অপসারণ করে নতুন অধ্যক্ষ নিয়োগ দিয়ে কলেজে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে হবে।
অধ্যক্ষের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে জানতে চাইলে কলেজ শিক্ষক পরিষদের সেক্রেটারি মার্কেটিং বিভাগের প্রভাষক আব্দুল মতিন বিষয়টি এড়িয়ে যান।
এ বিষয়ে মুঠোফোনে একাধিকবা চেষ্টা করেও মহাদেবপুর ইউনিয়ন সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. খলিলুর রহমানের বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্য নিতে কার্যালয়ে গিয়েও তাকে পাওয়া যায়নি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available