ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে অভিযান চালিয়ে মাদক সম্রাজ্ঞী সুরমা বেগম (৩৮)-কে গ্রেফতার করেছে র্যাব ১৪।
১৫ সেপ্টেম্বর রোববার বিকেলে জেলার কোতয়ালী থানার ইসলামবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
রোববার সন্ধ্যায় র্যাব ১৪-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সামসুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গ্রেফতার সুরমা বেগম ময়মনসিংহ জেলার কোতয়ালী থানার মামলা নং-৪৪, তারিখ: ২৬/০৭/২০২৩ খ্রি. এর এজাহারনামীয় পলাতক আসামি ছিলো। এছাড়াও তার বিরুদ্ধে মাদকের কমপক্ষে ১২/১৩টি মামলা বিচারাধীন রয়েছে।
সুরমা বেগমকে ধরতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইসলামবাগ এলাকায় কোম্পানি কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শামসুজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে র্যাব।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি সুরমা বেগম নিজেকে মাদক মামলার এজাহারনামীয় পলাতক আসামি বলে স্বেচ্ছায় স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব। তাকে ময়মনসিংহ জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের নিকট হস্তান্তর করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available