কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলায় অস্ত্রসহ মো. মাসুদ আলম (২৩) নামের এক সন্ত্রাসীকে আটক করেছে যৌথবাহিনী।
আটক মাসুদ কুমিল্লা সদর উপজেলার দৌলতপুর এলাকার আহসান উল্ল্যাহর ছেলে।
১৬ সেপ্টেম্বর সোমবার দুপুরে উপজেলার নোয়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে বিদেশি পিস্তল, বল অ্যামো ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
যৌথবাহিনী সূত্র জানায়, গত ৮ সেপ্টেম্বর হতে যৌথ বাহিনীর নেতৃত্বে ৪/৫ আগস্ট কুমিল্লার বিভিন্ন স্থানে আন্দোলনরত নিরীহ ছাত্র জনতার উপর আক্রমণকারী সন্ত্রাসীসহ সকল অস্ত্রধারী সন্ত্রাসী আটক এবং অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলমান রয়েছে।
আটক হওয়া অস্ত্রধারী সন্ত্রাসী মো. মাসুদ আলমকে বুড়িচং থানা পুলিশের কাছে সন্ধ্যায় হস্তান্তর করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available