• ঢাকা
  • |
  • সোমবার ১৬ই পৌষ ১৪৩১ রাত ১১:০৩:৫৬ (30-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ১৬ই পৌষ ১৪৩১ রাত ১১:০৩:৫৬ (30-Dec-2024)
  • - ৩৩° সে:

অপরাধ

বাকৃবি শিক্ষকের বিরুদ্ধে মালয়েশিয়ান শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ

২৮ সেপ্টেম্বর ২০২৪ সকাল ১১:৪২:২৩

বাকৃবি শিক্ষকের বিরুদ্ধে মালয়েশিয়ান শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদের বিরুদ্ধে যৌন হয়রানি ও লাঞ্ছনার অভিযোগ করেছেন একজন মালয়েশিয়ান নারী শিক্ষার্থী। অভিযোগকারী ভেটেরিনারি অনুষদের ১ম বর্ষের শিক্ষার্থী এবং তিনি ওই শিক্ষকের প্রতিবেশী ছিলেন। ঘটনা জানাজানি হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন এবং সুষ্ঠু বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশেরও ডাক দিয়েছেন।

২৫ সেপ্টেম্বর বুধবার ভিকটিম মালয়েশিয়ান নারী শিক্ষার্থী উপাচার্য বরাবর ওই শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। এ ঘটনায় একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

মেডিসিন বিভাগের অধ্যাপক  ড. মাহবুব আলমকে সভাপতি এবং বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. শহিদুল ইসলামকে সদস্য সচিব করে এ তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন ড. মনির হোসেন, ড. মিনারা খাতুন এবং ড. আবদুল্লাহ ইকবাল।

ভুক্তভোগী ওই শিক্ষার্থী তার অভিযোগ পত্রে উল্লেখ করেন, এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি হলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. হারুন-অর-রশিদ, যিনি আমার প্রতিবেশী (৭এ, বাগান বাড়ি) হিসেবে বাস করছেন। তিনি আমার বাড়িতে প্রবেশ করে আমাকে একাধিকবার যৌন হয়রানি করেছেন। এছাড়াও, তিনি প্রয়োজন ছাড়াই আমাকে মেসেজ পাঠিয়েছেন এবং রাতে অস্বাভাবিক সময়ে আমার বাসায় ঢোকার চেষ্টা করেছেন।  

ঘটনার বিষয়ে জানার জন্য অভিযুক্ত অধ্যাপক ড. হারুন-অর-রশিদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

এ বিষয়ে বাকৃবির ইন্টারন্যাশনাল ডেস্কের পরিচালক অধ্যাপক ড. মো শহিদুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি জানার পরেই তদন্ত কমিটি গঠন করছে। ইতোমধ্যে তদন্তের কাজ শুরু হয়েছে। দ্রুতই সুপারিশ আসবে এবং তদন্তের সাপেক্ষে দোষী হলে বিশ্ববিদ্যালয় অবশ্যই যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।

তদন্ত কমিটির সভাপতি অধ্যাপক ড. মাহবুব আলম বলেন, এ বিষয়ে আমরা কাজ শুরু করেছি। যত দ্রুত সম্ভব তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার চেষ্টা করবো।

বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, ওই শিক্ষার্থীর অভিযোগের ভিত্তিতে আমরা দ্রুত একটি তদন্ত কমিটি করেছি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা পাওয়া গেলে অবশ্যই ওই শিক্ষকের বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


নারায়ণগঞ্জের নতুন ডিসি হলেন তৌফিকুর রহমান
৩০ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:২৩:৩৮


সেনপাড়ায় ভুটভুটি-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১
৩০ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৪৮:৩০

রূপগঞ্জে সাংবাদিকের জমি দখলের পাঁয়তারা
৩০ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৩৭:৩৭