• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৭ই কার্তিক ১৪৩১ বিকাল ০৪:৩৪:৩৭ (22-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৭ই কার্তিক ১৪৩১ বিকাল ০৪:৩৪:৩৭ (22-Oct-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ঈশ্বরদীতে যুবদল কর্মী বিপু গুলিবিদ্ধ

১৯ অক্টোবর ২০২৪ দুপুর ১২:০৭:৫৩

ঈশ্বরদীতে যুবদল কর্মী বিপু গুলিবিদ্ধ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: ঈশ্বরদীর সাড়া ইউনিয়নের আরামবাড়িয়া বাজারে গুলির ঘটনা ঘটেছে। এতে ঈশ্বরদী উপজেলা যুবদলের সাবেক সদস্য ও আরামবাড়িয়া এলাকার স্থানীয় যুবদল নেতা সোহান পারভেজ বিপু (৪৩) গুলিবিদ্ধ হয়েছেন। ১৮ অক্টোবর শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। বিপু সাড়া ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার রাতে বিপু তার সহযোগী ৬/৭ জন নেতাকর্মী নিয়ে আরামবাড়িয়া বাজার সংলগ্ন ব্যক্তিগত অফিসে বসে আলাপ করছিলেন। এমন সময় একদল দুর্বৃত্ত মোটরসাইকেল নিয়ে এসে তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এ ঘটনায় একটি গুলি বিপুর বাম হাতে কব্জির উপরে এবং আরেকটি গুলি বাম পায়ের হাঁটুর নিচে বিদ্ধ হয়।

মারাত্মকভাবে আহত অবস্থায় বিপুকে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

স্থানীয়রা আরও জানান, স্থানীয় আধিপত্য ও বালু মহাল নিয়ন্ত্রণ ও টাকা ভাগাভাগি সংক্রান্তে বিরোধের জের ধরে বিপুর উপর এই হামলার ঘটনা ঘটতে পারে।

ঈশ্বরদী উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রকি জানান, তিনি একজন যুবদল কর্মী, বিপুর উপর গুলির ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আক্কাস আলী জানান, গুলির ঘটনা শুনেছি। এটা অবশ্যই ন্যাক্কারজনক ঘটনা। এ ঘটনার সাথে যেই জড়িত থাকুক না কেন, তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম শহীদ জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ ইতোমধ্যেই গুলির ঘটনা নিয়ে অভিযান শুরু করেছে। ভিকটিম এখনো কোনো অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








ফকিরহাট ভোররাতে গনি মঞ্জিলে চুরি
২২ অক্টোবর ২০২৪ বিকাল ০৩:২০:১৮


খাগড়াছড়িতে নিরাপদ সড়ক দিবস পালিত
২২ অক্টোবর ২০২৪ বিকাল ০৩:১৫:০৫