• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে পৌষ ১৪৩১ সকাল ০৬:৪১:০৭ (03-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে পৌষ ১৪৩১ সকাল ০৬:৪১:০৭ (03-Jan-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাঙ্গুনিয়ায় বেড়েছে চুরির ঘটনা

১৯ অক্টোবর ২০২৪ বিকাল ০৩:১৩:৪০

রাঙ্গুনিয়ায় বেড়েছে চুরির ঘটনা

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার আশে-পাশে চুরির ঘটনা বেড়েই চলছে। গত কয়েকদিনে তিনটি চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও বাসা-বাড়ির লোকজনের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সর্বশেষ ১৬ অক্টোবর বুধবার রাতে থানা ভবনের পূর্বদিকে সোহাগ কমিউনিটি সেন্টার সংলগ্ন একটি সুপারশপে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় সুপারশপের ক্যাশবাক্স ভেঙ্গে নগদ অর্থসহ মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়।

প্রতিষ্ঠানটির মালিক মাহাবুবুল আলম সিকদার বলেন, প্রতিদিনের মতো বুধবার রাত ১১ টার দিকে সুপারশপ বন্ধ করে বাড়িতে চলে যাই। পরদিন বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে সুপারশপ খুলে দেখি ক্যাশ বাক্স ভাঙ্গা। আশে-পাশে ছড়ানো ছিটানো কাগজপত্র, মালামালও তছনছ করা। সুপারশপের পিছন দিকে ভেন্টিলেটরসহ দেয়ালের কিছু অংশ ভাঙ্গা। তখন ক্যাশ বাক্স ও মালামাল চেক করে দেখি ভাংতি টাকাসহ আনুমানিক ৫৭ হাজার টাকা নেই। দোকানের পণ্যের মধ্যে গুড়া দুধ, প্রসাধনী সামগ্রী ও দামী মসল্লাসহ অনেক পণ্য নেই। চোরেরা নগদ অর্থসহ আনুমানিক ২ লাখ টাকার মালামাল নিয়ে যায়। পরে থানায় লিখিত অভিযোগ করি।

এর আগে ১৪ অক্টোবর সোমবার রাতে থানার পাশে রাখা একটি ব্যাটারিচালিত রিকশার ব্যাটারি নিয়ে যায়। রিকশার মালিক আল আমিন বলেন, চুরি হওয়া ব্যাটারি কিছুদিন হলো ৪৭ হাজার টাকা দিয়ে কিনেছি। থানায় অভিযোগ করে জিনিস পাওয়া যাবে না চিন্তা করে অভিযোগ করিনি। 

১০ অক্টোবর সন্ধ্যার দিকে থানার দক্ষিণ সীমানা প্রাচীরের পাশে বিপ্র ভট্টাচার্য্য নামে এক ব্যক্তির ঘরের মূল দরজার তালা ভেঙ্গে ফেলে। রাত সাড়ে ৮ টার দিকে পরিবারের লোকজন ঘরে এসে দেখেন ঘরের তালা ভাঙ্গা। এই বিষয়ে বিপ্র ভট্টাচার্য্য রাঙ্গুনিয়া থানা অভিযোগ করেন। 

স্থানীয়দের ধারণা, নেশাগ্রস্ত লোকজন নেশার টাকা যোগাতে এসব চুরির ঘটনা ঘটাতে পারে। 

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, চুরির ঘটনায় অভিযোগ নিয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







না ফেরার দেশে সাংবাদিক তোফাজ্জল হোসেন
২ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:১৯:০৬