রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির রাজস্থলী উপজেলায় আঞ্চলিক স্বশস্ত্র সংগঠন মারমা ন্যাশনাল পার্টি (মগ পার্টি) কর্তৃক দুই চালককে মারধরের ঘটনায় উপজেলার বাঙ্গালহালিয়া-রাজস্থলী সড়ক অবোরোধ করে প্রতিবাদ জানিয়েছে স্থানীয়রা। ২৪ অক্টোবর বৃহস্পতিবার কয়েকঘণ্টা সড়ক অবরোধ রাখে স্থানীয়রা।
সড়কে যান চলাচল ব্যাহত হলে স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনী সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে নেন আন্দোলনকারীরা।
জানা গেছে, বুধবার দুপুরে রাজস্থলী বাজারে মগ পার্টির সদস্যরা অটোরিকশা চালক কালাম হোসেন (২৮) এবং মাহিন্দ্র চালক মো. মইনুলকে (২৫) মারধর করে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে অটোরিকশা চালক কালামের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসা দিতে চট্টগ্রামে পাঠানো হয়েছে।
আহত চালক কালামের মা ফাতেমা বেগম বলেন, আমার ছেলেকে পাহাড়ি সন্ত্রাসীরা মেরেছে। এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
আহত আরেক চালক মইনুলের মা মোমেনা বেগম বলেন, কী কারণে সন্ত্রাসীরা আমার ছেলেকে মেরেছে আমরা জানি না। তিনি অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তি প্রদানের জোর দাবি জানান।
বাঙালহালিয়া ইউনিয়নের সংরক্ষিত ইউপি সদস্য (১, ২, ৩) সালমা আক্তার বলেন, মগ পার্টির সন্ত্রাসীরা স্থানীয় দুই চালককে মারধর করেছে। এ ব্যাপারে প্রশাসনের সাথে কথা হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে।
স্থানীয় সুফিয়া বেগম জানান, গত একমাস ধরে মগ পার্টির সদস্যরা ২ নং ওয়ার্ডের যাকে পাচ্ছে তাকেই পিটাচ্ছে। এইভাবে চলতে পারে না। তিনি সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রশাসনকে ব্যবস্থা নিতে অনুরোধ জানান।
রাজস্থলী উপজেলার নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) সজীব কান্তি রুদ্র বলেন, আহত চালককে চিকিৎসা খরচবাবদ ১০ হাজার টাকা প্রদান করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। যারা ঘটনা ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available