রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সালিশ বৈঠকে দুই গ্রুপের সংঘর্ষে মো. মামুন (৪০) নামে এক প্রবাসী মারা গেছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।
১ ডিসেম্বর রোববার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের ইত্যাদি চত্বর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মামুন সরফভাটা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মেহের বাপের বাড়ির রফিকুল ইসলামের ছেলে। মামুন এক মাস আগে দেশে এসেছেন। তিনি সৌদি আরবের মক্কা বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিলেন।
পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, গত ৩০ নভেম্বর শনিবার সিএনজি চালিত অটোরিকশা চালকদের সাথে ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের সংঘর্ষের ঘটনা ঘটে। এর জের ধরে সরফভাটায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এই ঘটনার সমাধান করতে ১ ডিসেম্বর রোববার রাতে দুই পক্ষের সালিশ বৈঠক বসে। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডায় লিপ্ত হয়। পরে দুই গ্রুপের মাঝে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এর মধ্যে মামুন চৌধুরী নামে এক প্রবাসী মারা যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক মো. শাহেদ বলেন, ‘হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির শরীরে একাধিক জখমের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা একাধিক। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়েছে’।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, ‘ধারালো অস্ত্রের আঘাতে মামুনের মৃত্যু হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের ধরতে অভিযান চলছে।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available