• ঢাকা
  • |
  • বুধবার ৪ঠা পৌষ ১৪৩১ সন্ধ্যা ০৭:২৩:০৭ (18-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ৪ঠা পৌষ ১৪৩১ সন্ধ্যা ০৭:২৩:০৭ (18-Dec-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

চাঁপাইনবাবগঞ্জে দুই কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, নিহত ২

১৮ ডিসেম্বর ২০২৪ দুপুর ১২:৫৪:০৯

চাঁপাইনবাবগঞ্জে দুই কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, নিহত ২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কিশোর গ্যাংয়ের দুই অপরাধী গ্রুপের সংঘর্ষের সময় ছুরিকাঘাতে দুইজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও দুইজন।

১৭ ডিসেম্বর মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার মল্লিকপুরে এই ঘটনা ঘটে। নাচোল থানার ওসি মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের খোলসী গ্রামের এজাবুল হকের ছেলে মাসুদ রানা (১৬) এবং একই ইউনিয়নের চাঁদপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে রায়হান আলী(১৫)।

স্থানীয়রা জানান, নিহত মাসুদ রানা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। বিজয় দিবসের আগের দিন রোববার রাতে তিনি উপজেলার বিভিন্ন এলাকার দেয়ালে দেয়ালে ‘জয় বাংলা’ শ্লোগান লিখেছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে নাচোলে বিজয় দিবসের পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর বাজারে বাকবিতন্ডা ও ধাক্কাধাক্কির এক পর্যায়ে ছুরিকাঘাতে দুই কিশোর নিহত হয়েছে।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ফাহাদ আকিদ রেহমান বলেন, হাসপাতালে আসার পূর্বেই মাসুদ ও রায়হান মারা যায়। ইসিজি করে আমরা নিশ্চিত হয়েছি। অপর দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। তবে তাদের শরীরের বিভিন্ন স্থানে ছুরির আঘাত রয়েছে।

তবে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই কিশোরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। কিন্তু কী কারণে এই হত্যাকাণ্ড তদন্ত করে তা জানা যাবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সৈয়দপুরে বয়স্কদের মাঝে সরকারি কম্বল বিতরণ
১৮ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:০২:০৯