নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানাধীন পশ্চিম লামাপাড়া এলাকা খেকে অপহৃত দুই শিশুকে বরিশালের হিজলা থানাধীন ডিক্রিরচর এলাকা থেকে উদ্ধার করেছে পিবিআই।
১২ ডিসেম্বর বৃহস্পতিবার উদ্ধার হওয়া শিশুদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হলে আদালতের নির্দেশ মোতাবেক নারায়ণগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন অফিসার নূর ফারজানার জিম্মায় প্রদান করেন।
উদ্ধার হওয়া শিশুরা হলো, ফতুল্লার পশ্চিম লামাপাড়া (স্টেডিয়াম সংলগ্ন) এলাকার আব্দুল কাদিরের দুই পুত্র নাঈম (৭) ও নাবিল (৩)।
১২ ডিসেম্বর রাতে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ফতুল্লা থানাধীন পশ্চিম লামাপাড়া এলাকা থেকে আব্দুল কাদিরের দুই পুত্র নাঈম (৭) ও নাবিলকে (৩) গত ৮ ডিসেম্বর সকাল সাড়ে ১১টার দিকে অপহরণ করে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।
এরপর অপহৃতদের নানা মো. সালাউদ্দিন বাদী হয়ে ফতুল্লা থানায় একটি জিডি (নং-৫৮৫) দায়ের করেন। ১০ ডিসেম্বর পিবিআই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার বরাবর লিখিতভাবে অভিযোগ জানালে তথ্য প্রযুক্তির মাধ্যমে পিবিআই জানতে পারে অপহরণকারীরা অপহৃতদের নিয়ে বরিশাল জেলার হিজলা থানাধীন ডিক্রিরচর এলাকায় অবস্থান করছে।
এরপর পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান, এসআই সৈয়দ দেলোয়ার হোসেন, এএসআই মাহফুজুর রহমানের সমন্বয়ে একটি টিম ১১ ডিসেম্বর বরিশালের হিজলা থানাধীন ডিক্রিরচর এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃতদের উদ্ধার করে। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে অজ্ঞাতনামা আসামিরা পালিয়ে যায়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available