• ঢাকা
  • |
  • রবিবার ৮ই পৌষ ১৪৩১ বিকাল ০৩:২৮:২০ (22-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ৮ই পৌষ ১৪৩১ বিকাল ০৩:২৮:২০ (22-Dec-2024)
  • - ৩৩° সে:

অপরাধ

নরসিংদীতে ছাত্রদল কর্মীকে গুলি করে হত্যা

২২ ডিসেম্বর ২০২৪ সকাল ০৯:২২:১২

নরসিংদীতে ছাত্রদল কর্মীকে গুলি করে হত্যা

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে ছাত্রদলের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

২১ ডিসেম্বর শনিবার রাতে সদর উপজেলার পাঁচদোনায় এই ঘটনা ঘটে। নিহত সাবেক ছাত্রদল নেতা হুমায়ূন কবির (৩৫) নগর পাঁচদোনা গ্রামের একরামুল হকের ছেলে।

স্থানীয়রা জানান, হুমায়ূন কবির তার নিজ এলাকায় ব্যাডমিন্টন খেলা শেষে বাড়ি ফিরে যাচ্ছিল। পথে মোটরসাইকেল যোগে এসে দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। এসময় তার বুকে ও মাথায় দুটি গুলি বিদ্ধ হয়।

পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ব্যাডমিন্টন খেলা শেষে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়।

ধারণা করা হচ্ছে, কোনো পূর্বশত্রুতার জেরেই তাকে হত্যা করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনসহ জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






হাসান আরিফের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক
২২ ডিসেম্বর ২০২৪ দুপুর ০২:৫৭:৩০