নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেওয়ার নামে প্রতারণার অভিযোগে মো. রিজন (২৪) নামের এক প্রতারককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অন্য প্রতারক আশরাফুল ইসলাম অনন্ত (২৪) পলাতক রয়েছে।
১৩ ডিসেম্বর শুক্রবার দুপুরে আড়াইহাজারের মারুয়াদী এলাকায় অভিযান চালিয়ে প্রতারক মো. রিজনকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, আড়াইহাজার থানার লক্ষীপুরা গ্রামের বাসিন্দা মো. ইদ্রিস আলী তার ছোট ছেলে মারুফ রহমান অভির জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সংগ্রহের প্রয়োজন হলে এলাকার পূর্ব পরিচিত আশরাফুল ইসলাম অনন্তের সাথে যোগাযোগ করেন। আশরাফুল তাকে জানান যে, তার পরিচিত রিজন এই কাজটি করিয়ে দিতে পারে। গত ২৬ নভেম্বর ইদ্রিস আলীকে প্রতারক রিজনের কাছে নিয়ে যায় আশরাফুল। সেখানে রিজন পুলিশ ক্লিয়ারেন্স করাতে পাসপোর্টের ফটোকপি ও অথোরাইজেশন লেটার চেয়ে নেন এবং কাগজপত্রে সমস্যা আছে বলে দাবি করেন।
তিনি জানান, এই ক্লিয়ারেন্স করাতে ১৫ হাজার টাকা লাগবে। এ সময় ইদ্রিস আলী নগদ ৪ হাজার টাকা প্রদান করেন। এরপর বিকাশের মাধ্যমে প্রতারকরা প্রথমে ১ হাজার টাকা এবং পরে আরও ১০ হাজার ২০০ টাকা হাতিয়ে নেয়।
প্রতারকরা ইদ্রিস আলীকে আশ্বাস দেয়, পুলিশ ক্লিয়ারেন্স তার বাড়িতে পৌঁছে দেওয়া হবে। কিন্তু সময় পেরিয়ে গেলেও কোনো পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাননি ইদ্রিস আলী। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে খোঁজ নেন এবং নিশ্চিত হন যে, প্রতারকরা তাকে ফাঁদে ফেলেছে। এ ঘটনায় ইদ্রিস আলী বাদী হয়ে আড়াইহাজার থানায় প্রতারণার মামলা দায়ের করেন। এরপরেই অভিযান চালিয়ে রিজনকে আটক করে পুলিশ।
এ ঘটনায় অভিযুক্ত অপর প্রতারক আশরাফুল ইসলাম অনন্ত এখনো পলাতক রয়েছে। পুলিশ তার অবস্থান শনাক্ত করতে অভিযান চালিয়ে যাচ্ছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার প্রতারণার এই ঘটনায় জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “পুলিশ ক্লিয়ারেন্সসহ যেকোনো সরকারি সেবার জন্য দালাল বা মধ্যস্বত্বভোগীদের প্রলোভনে পড়বেন না। কারো দ্বারা প্রতারিত হলে দ্রুত পুলিশকে জানাবেন।”
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available