নারায়ণগঞ্জ প্রতিনিধি: রায়ণগঞ্জের রূপগঞ্জে সন্ত্রাসীদের হামলায় কাঞ্চন পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক পাভেল মিয়া (৩০) নিহত হয়েছেন। ২৪ ডিসেম্বর মঙ্গলবার রাতে কাঞ্চন পৌর কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
নিহত পাভেল মিয়া কৃষ্ণনগর এলাকার ইদ্রিস আলীর ছেলে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কাঞ্চন পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বায়েজিদের সাথে পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমিনুল ইসলাম স্বপনের মোবাইলে কথাকাটাকাটি হয়। এর জের ধরে রাত ১০টার দিকে বায়েজিদ, জাহাঙ্গীরসহ বেশ কয়েকজন স্বপনকে পৌরসভার সামনে খুঁজতে আসে।
স্বপনকে না পেয়ে পৌর কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা কাঞ্চন পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক পাভেল মিয়াকে একা পেয়ে তারা লাঠিসোঁটা দিয়ে পাভেলের মাথায় ও শরীরের বিভিন্নস্থানে আঘাত করলে সে রাস্তায় লুটিয়ে পড়ে। মুমূর্ষ অবস্থায় আশেপাশের লোকজন স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা দেন।
ঘটনার পরপরই উত্তেজিত এলাকাবাসী অভিযুক্ত বায়েজিদের বাড়িতে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করে। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রাথমিক সুরতহাল শেষে পাভেলের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। শুনেছি, মারধরে সে মারা গেছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available